Ajker Patrika

গাজীপুর সিটি নির্বাচন: ইভিএম ত্রুটি মেরামতে কর্মকর্তাদের প্রশিক্ষণ 

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ২৫
গাজীপুর সিটি নির্বাচন: ইভিএম ত্রুটি মেরামতে কর্মকর্তাদের প্রশিক্ষণ 

আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। মহানগরের ৪৮০টি ভোট কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হবে। ইভিএম এর ত্রুটি চিহ্নিতকরণ এবং তাৎক্ষণিক সমাধান করতে ৫৫০ জন ট্রাবলশুটিং কর্মকর্তা (প্রিসাইডিং অফিসার) নিয়োগ দেওয়া হয়েছে। 

গাজীপুর মহানগরীর রথ খেলা এলাকায় একটি বিদ্যালয়ে গতকাল শনিবার থেকে তাদের এ কর্মশালা শুরু হয়েছে। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান প্রশিক্ষণ উদ্বোধন করেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

গাজীপুর সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল ইসলাম জানান, গাজীপুর সিটি নির্বাচনে ৪৮০ ভোট কেন্দ্রে ভোটের দিন তারা কারিগরি সহায়তা করবেন। নির্বাচন চলাকালে ইভিএমের কোনো ত্রুটি দেখা দিলে তারা তাৎক্ষণিকভাবে ত্রুটি সমাধান করবেন। প্রতি কেন্দ্রে একজন করে ট্রাবলশুটিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। প্রত্যেক কর্মকর্তাকে ৩ দিন করে প্রশিক্ষণ প্রদান করা হবে। 

তিনি আরও জানান, নির্বাচনের প্রতি ভোট কেন্দ্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পোলিং অফিসারসহ ১২০০ ভোট কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। আগামী ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত