Ajker Patrika

রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি মারা গেছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক শাকিল হোসেন (২১) গুরুতর আহত হয়েছে।

আজ রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অজ্ঞাত ওই ব্যক্তিকে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মোটরসাইকেল আরোহী আইয়াফ রহমান আদি জানান, তাদের বাসা তেজগাঁ শাহিনবাগ এলাকায়। শাকিল হোসেন তার বন্ধু। রাতে শাহিনবাগ থেকে মোটরসাইকেলে করে শাহবাগ আসতেছিলাম। মোটরসাইকেল চালাচ্ছিল শাকিল। কারওয়ানবাজারে আসলে হঠাৎ করে ওই ব্যক্তি মোটরসাইকেলের সামনে চলে আসে। তখন মোটরসাইকেল জোরে ব্রেক করলে ওই ব্যক্তি ও শাকিল ছিটকে পরে যায়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে ওই ব্যক্তি মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কারওয়ান বাজার থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল ধাক্কায় আহত হয়েছিল। এই ঘটনায় মোটরসাইকেল চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত