Ajker Patrika

পাকুন্দিয়ায় আগুনে পুড়েছে গরুসহ গোয়ালঘর

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৮: ৪০
পাকুন্দিয়ায় আগুনে পুড়েছে গরুসহ গোয়ালঘর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুনে একটি ষাঁড়সহ গোয়ালঘর পুড়ে গেছে। এ সময় দুটি গাভি আহত হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুর্শিদ মিয়া বলেন, আজ ভোরে তাঁর গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তাঁর তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের তথ্যটি নিশ্চিত করেছেন এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুজ্জামান বাবু। খবর পেয়ে সকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তির বাড়ি যান। এ সময় তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি অনুদানের ব্যাপারে ভুক্তভোগীকে আশ্বস্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত