Ajker Patrika

মনোহরদীতে বিদ্যুতায়িত হয়ে সৌদিপ্রবাসী নিহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১১: ৩০
মনোহরদীতে বিদ্যুতায়িত হয়ে সৌদিপ্রবাসী নিহত

নরসিংদীর মনোহরদীতে বিদ্যুতায়িত হয়ে আবু বক্কর (২৭) নামে এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে তাঁর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ১৫ দিন আগে সৌদি থেকে ছুটিতে বাড়িতে আসেন। তিনি মনোহরদীর চরমান্দালীয়া গ্রামের মৃত শাফিউদ্দীনের ছেলে।

চরমান্দালীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির বলেন, গতকাল বিকেলে আবু বক্কর নিজ বাড়িতে বিদ্যুৎলাইনে কাজ করছিলেন। এ সময় শর্ট সার্কিট হলে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবু বক্করের মৃত্যু হয়। ১৫ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি আসেন তিনি।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন বলেন, এ বিষয়ে পরিবারের কারও কোনো অভিযোগ নেই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত