Ajker Patrika

মোটরসাইকেল চুরি করে বিক্রি করাই তাঁদের কাজ

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৫: ৫৫
মোটরসাইকেল চুরি করে বিক্রি করাই তাঁদের কাজ

মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানা-পুলিশ। গতকাল রোববার রাতে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুই ব্যক্তি হলেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মোফাজ্জল হোসেন তুফান (৩৫) ও শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মহিত হাওলাদার (৩৮)।

আজ সোমবার সকালে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম এ সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুরের কাঠেরপুল এলাকায় একটি চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় মোফাজ্জল হোসেন তুফান ও মহিত হাওলাদারকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ঢাকা মেট্রো হ-৬৫-৩০৫৮ নম্বরের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাঁরা মোটরসাইকেল চুরি ও সংগ্রহ করে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন।

ওসি আরও বলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত