Ajker Patrika

ডিএমপিতে চালু হবে হটলাইন, সরাসরি কথা বলবেন কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৩: ৪৩
ডিএমপিতে চালু হবে হটলাইন, সরাসরি কথা বলবেন কমিশনার

রাজধানীর থানাগুলোর সেবার মান বাড়াতে ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন সেবা চালু করা হবে। এই হটলাইনের সেবার মাধ্যমে ভুক্তভোগীরা সরাসরি ঢাকা মেট্রোপলিটন কমিশনারের সঙ্গে কথা বলতে পারবেন। 

আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে সাংবাদিকদের এসব কথা বলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। 

ডিএমপি কমিশনার বলেন, ‘মেসেজ টু কমিশনারে ভুক্তভোগীরা থানায় গেলে সেবা না পেলে যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। এ ছাড়া ডিবিতে যেয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি আমাকে জানাতে পারবেন।’ 

কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভায় হাবিবুর রহমান আরও বলেন, ‘ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা। নতুন ক্রাইমের দিকে ধাবিত হচ্ছে ডিএমপি। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।’ 

যানজট নিরসনে কী ধরনের ভূমিকা রাখবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, ‘ঢাকার যানজটপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানকার সমস্যাগুলোও চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দুই সিটির সঙ্গে একযোগে এই সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হবে। গণপরিবহনের চালকদের জন্য আমরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেব।’ 

এ সময় সাংবাদিকদের প্রশ্নে আমেরিকার ভিসা নীতির বিষয়টি আসলে হাবিবুর রহমান বলেন, ‘আমেরিকার ভিসা নীতি নিয়ে পুলিশের কোনো সমস্যা নেই। এটা কোনো প্রতিষ্ঠানের ওপর দেওয়া হবে না। এটা ব্যক্তিকে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত