নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রেনে অগ্রিম টিকিটে ঈদযাত্রার শেষ দিন আজ রোববার। প্রথম দিন ১২ জুন ট্রেনগুলো সময় নিয়ে সমস্যা করলেও পরদিন থেকে সেটি আর হয়নি। গত তিন দিন সবকিছু ঠিকঠাক থাকলেও গতকাল রাতে ভেঙে পড়ে কমলাপুরের সব ধরনের ব্যবস্থা। একই চিত্র দেখা গেছে আজ রোববার সকালেও। যদিও কমলাপুর স্টেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শুধু উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী চাপ বেশি থাকায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
আজ রোববার সকালে সরেজমিনে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফরম মোটামুটি ফাঁকা। একদম বাইরের দিকে বাঁশের গেটে কোনো ভিড় নেই। তবে বাঁশগুলো নড়বড়ে হয়ে গেছে। পাশেই মেইল ও কমিউটার ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের ভিড়।
কমলাপুরে সকাল থেকে ১৭টা ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এসব ট্রেনের কোনোটিই বিলম্বে যায়নি। তবে একতা এক্সপ্রেস ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যাত্রীদের চাপে সেটি ছাড়তে প্রায় ৪০ মিনিট দেরি করে। সকালের সব ট্রেনে মোটামুটি ভিড় থাকলেও পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস গতকাল শনিবার রাতের মতো আজও ছাদে যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করেছে।
এর আগে গতকাল রাতে কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমণি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ছাদে যাত্রী বোঝায় করে ঢাকা ত্যাগ করে। এর মধ্যে কুড়িগ্রাম ও লালমণি সময় মেনে স্টেশন ত্যাগ করলেও পঞ্চগড় এক্সপ্রেস সাড়ে ১১টায় সময় থাকলেও রাত ২টা ৩০ মিনিটে স্টেশন ত্যাগ করে।
রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। সকাল থেকে সব মিলিয়ে ১৭টি ট্রেন ঢাকা ছেড়েছে। সব শিডিউল মেনে কমলাপুর স্টেশন ত্যাগ করেছে। আশা করছি বাকি ট্রেনগুলোও একই রকম সময় মেনে ঢাকা ছাড়তে পারবে।’
গতকাল রাত ছাদে যাত্রী নেওয়ার ঘটনা নিয়ে শাহ আলম কিরণ জানান, তাঁরা সব সময়ই চান যাত্রীরা টিকিট কেটে নির্ধারিত আসনে বসে ভ্রমণ করুক।
ট্রেনে অগ্রিম টিকিটে ঈদযাত্রার শেষ দিন আজ রোববার। প্রথম দিন ১২ জুন ট্রেনগুলো সময় নিয়ে সমস্যা করলেও পরদিন থেকে সেটি আর হয়নি। গত তিন দিন সবকিছু ঠিকঠাক থাকলেও গতকাল রাতে ভেঙে পড়ে কমলাপুরের সব ধরনের ব্যবস্থা। একই চিত্র দেখা গেছে আজ রোববার সকালেও। যদিও কমলাপুর স্টেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শুধু উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী চাপ বেশি থাকায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
আজ রোববার সকালে সরেজমিনে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফরম মোটামুটি ফাঁকা। একদম বাইরের দিকে বাঁশের গেটে কোনো ভিড় নেই। তবে বাঁশগুলো নড়বড়ে হয়ে গেছে। পাশেই মেইল ও কমিউটার ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের ভিড়।
কমলাপুরে সকাল থেকে ১৭টা ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এসব ট্রেনের কোনোটিই বিলম্বে যায়নি। তবে একতা এক্সপ্রেস ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যাত্রীদের চাপে সেটি ছাড়তে প্রায় ৪০ মিনিট দেরি করে। সকালের সব ট্রেনে মোটামুটি ভিড় থাকলেও পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস গতকাল শনিবার রাতের মতো আজও ছাদে যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করেছে।
এর আগে গতকাল রাতে কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমণি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ছাদে যাত্রী বোঝায় করে ঢাকা ত্যাগ করে। এর মধ্যে কুড়িগ্রাম ও লালমণি সময় মেনে স্টেশন ত্যাগ করলেও পঞ্চগড় এক্সপ্রেস সাড়ে ১১টায় সময় থাকলেও রাত ২টা ৩০ মিনিটে স্টেশন ত্যাগ করে।
রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। সকাল থেকে সব মিলিয়ে ১৭টি ট্রেন ঢাকা ছেড়েছে। সব শিডিউল মেনে কমলাপুর স্টেশন ত্যাগ করেছে। আশা করছি বাকি ট্রেনগুলোও একই রকম সময় মেনে ঢাকা ছাড়তে পারবে।’
গতকাল রাত ছাদে যাত্রী নেওয়ার ঘটনা নিয়ে শাহ আলম কিরণ জানান, তাঁরা সব সময়ই চান যাত্রীরা টিকিট কেটে নির্ধারিত আসনে বসে ভ্রমণ করুক।
আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
১৪ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১৭ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
২২ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সড়ক ও নালা সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে পৌর কার্যালয়ের সমানে তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ এই বিক্ষোভ করেন। এ সময় বেহাল সড়কের সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, নালা ব্যবস্থা ভেঙে সংস্কারের দাবি জানানো হয়।
২৫ মিনিট আগে