Ajker Patrika

সরকার দেশের স্বাধীনতার চেতনাকে গলা টিপে হত্যা করেছে: শামা ওবায়েদ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৩, ২১: ২৩
সরকার দেশের স্বাধীনতার চেতনাকে গলা টিপে হত্যা করেছে: শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনা সরকার দেশের স্বাধীনতার চেতনাকে গলা টিপে হত্যা করেছে। জনগণের ভোটাধিকার হত্যা করেছে। দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। 

আজ বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, ‘গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা সরকার দেশের মানুষকে শোষণ নিপীড়ন করায় আমেরিকা আমাদের দেশের ওপর ভিসা নীতি প্রয়োগ করছে।’

উপজেলার লস্করদিয়া ওবায়েদ মঞ্জিল চত্বরে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সহসভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার সভায় সভাপতিত্ব করেন।  সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন, আলীমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক হেলালুদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান মিরান, সাধারণ সম্পাদক খালিদ হোসাইন, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু ও রাজু আহম্মেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত