Ajker Patrika

৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১০ দফা দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতি (ধর্মঘট) প্রত্যাহার করেছে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক লরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আজ রোববার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। 

ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে ওসমান বলেন, ‘রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মন্ত্রী আমাদের দাবি মেনে নেওয়ায় ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৭ ও ২৮ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

তাদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—ট্রাকচালক লিটন ও আবু তালেব প্রামাণিকসহ সব পরিবহন শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা; সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা প্রত্যাহার; তদন্ত না করে এই ধারায় মামলা করা যাবে না; জটিলতা নিরসন করে ড্রাইভিং লাইসেন্স দেওয়া; পণ্য পরিবহনের সময় মালপত্র চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে জরুরি কার্যকর ব্যবস্থা নেওয়া; মহাসড়কে কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি হয়রানি, চাঁদাবাজি বন্ধ করা; মালিক-শ্রমিক পরিষদের নির্দেশনা অনুযায়ী পরিচালনা ব্যয় ও বাস সার্ভিস চার্জ আদায়ের সুযোগ দেওয়া; বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি করার উদ্যোগ বাতিল এবং প্রত্যেক জেলায় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ট্রাক ও বাস টার্মিনাল নির্মাণ ত্বরান্বিত করা।

এর আগে ১৫ দফা দাবিতে গত ১৮ সেপ্টেম্বর ৭২ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছিল বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। গত ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পরিবহন ধর্মঘট চলার কথা থাকলেও ২০ সেপ্টেম্বর  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন সংগঠনটির নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত