Ajker Patrika

যমুনা থেকে বালু উত্তোলনের দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে অভিযান পরিচালনার সময় উপজেলা প্রশাসনের লোকজন। ছবি: আজকের পত্রিকা
মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে অভিযান পরিচালনার সময় উপজেলা প্রশাসনের লোকজন। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে চার ব্যবসায়ীকে চার লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দুর্গম চরশিবালয় এলাকায় এই ঘটনা ঘটে।

চরশিবালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ আহমেদ। অর্থদণ্ড পাওয়া ব্যবসায়ীরা হলেন শিবালয় উপজেলার অন্বয়পুর গ্রামের রুবেল আহমেদ (৩৫), মো. সাইদুল ইসলাম (৩৭), নড়াইলের লোহাগড়ার নূর মোহাম্মদ মোল্লা (৩৬) এবং ভোলার চরফ্যাশনের রাকিব চৌধুরী (২৬)।

অভিযানের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, যমুনার চরশিবালয় এলাকায় কাটার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন কয়েকজন ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাঁদের প্রত্যেককে এক লাখ করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত