শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে দুর্বৃত্তের হামলায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে শিবচর পৌরসভার কেরানীবাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলায় আহতরা হলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ও চেয়ারম্যানের সহযোগী সোহরাব হাওলাদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ব্যক্তিগত কাজ শেষে দলীয় নেতা কর্মীদের সঙ্গে শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সড়কের ওপর দাঁড়িয়ে রাজনৈতিক আলাপ করছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর। এ সময় আতিক ও তাঁর সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। হামলায় ইউপি চেয়ারম্যান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ও আতিকের সহযোগী সোহরাব হাওলাদার আহত হয়। চেয়ারম্যান ও তার সহযোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের। হামলার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার গোলদারসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
আতিক মাদবরের ভাই রায়হান মাদবর জানান, ‘আমার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। চেয়ারম্যানের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার জানান, ‘চেয়ারম্যানসহ তার সহযোগীর ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এই হামলা করেছে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।’
মাদারীপুরের শিবচরে দুর্বৃত্তের হামলায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে শিবচর পৌরসভার কেরানীবাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলায় আহতরা হলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ও চেয়ারম্যানের সহযোগী সোহরাব হাওলাদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ব্যক্তিগত কাজ শেষে দলীয় নেতা কর্মীদের সঙ্গে শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সড়কের ওপর দাঁড়িয়ে রাজনৈতিক আলাপ করছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর। এ সময় আতিক ও তাঁর সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। হামলায় ইউপি চেয়ারম্যান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ও আতিকের সহযোগী সোহরাব হাওলাদার আহত হয়। চেয়ারম্যান ও তার সহযোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের। হামলার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার গোলদারসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
আতিক মাদবরের ভাই রায়হান মাদবর জানান, ‘আমার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। চেয়ারম্যানের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার জানান, ‘চেয়ারম্যানসহ তার সহযোগীর ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এই হামলা করেছে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।’
ঢাকায় বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের দাফনের প্রস্তুতি চলছে রাজশাহীতে। নগরের সপুরা গোরস্থানে আজ মঙ্গলবার সকাল থেকে কবর খননের কাজ শুরু হয়।
৫ মিনিট আগেমধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে স্থানীয় সাহানীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাঁর নাম মো. রায়হান (২০)। তিনি উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া এলাকার নুর মোহাম্মদ নুরুর ছেলে। কাতারের হোমসালাল মোহাম্মদ
২০ মিনিট আগেআলোচনা শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে, সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।
৩৩ মিনিট আগেবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে একটানা লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালো রাঙামাটির উ ক্য সাইন মারমা।
৩৬ মিনিট আগে