Ajker Patrika

পদ্মা সেতুতে রোগীবাহী অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, আহত ৫

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ০০
পদ্মা সেতুতে রোগীবাহী অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা। ছবি: আজকের পত্রিকা
পদ্মা সেতুতে রোগীবাহী অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের রোগীসহ পাঁচজন আহত হয়েছে। আজ সোমবার উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ৩০ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু কর্তৃপক্ষের প্যাট্রল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য শিবচরের পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি বাস সামনে থাকা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে রোগীসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু কর্তৃপক্ষের প্যাট্রল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম বলেন, পদ্মা সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত