Ajker Patrika

দৃশ্য দূষণ বন্ধে ফ্লাইওভারের পিলারে আলপনা আঁকছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৭: ৩৬
দৃশ্য দূষণ বন্ধে ফ্লাইওভারের পিলারে আলপনা আঁকছে ডিএনসিসি

দেয়ালে দেয়ালে পোস্টার, যত্রতত্র আঁকিবুঁকি শহরের সৌন্দর্য নষ্ট করছে। তৈরি করছে দৃশ্য দূষণ। এমন অবস্থা পরিবর্তনে রাজধানীর মগবাজার চৌরাস্তা ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন আলপনা আঁকছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফ্লাইওভারের নিচের পিলারগুলোতে ব্যানার-পোস্টার তুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাদা রং করা হয়েছে। ধবধবে সাদা রঙের ক্যানভাসে ফুটে উঠছে দৃষ্টিনন্দন দেশীয় সংস্কৃতি এবং শিক্ষণীয় বিষয়।

আজ সোমবার দুপুরে মগবাজার চৌরাস্তা ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন চিত্রাঙ্কন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি মেয়র চিত্রশিল্পীদের অনুপ্রেরণা দিতে নিজেই রং তুলির আঁচড়ে চিত্রাঙ্কন কার্যক্রমে অংশ নেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই দেশটা আমাদের, এই শহরটা আমাদের। অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। অথচ যত্রতত্র পোস্টার লাগিয়ে আমরা নিজেরাই এই শহরে দৃশ্য দূষণ করছি। আমরাই শব্দ দূষণ করছি, বায়ু দূষণ করছি। শহরের দূষণ বন্ধে আমাদের নিজেদের ঠিক হতে হবে, সচেতন হতে হবে। শুধু সরকার, সিটি করপোরেশন দায়িত্ব নিলে হবে না। সবাইকে দায়িত্ব নিতে হবে।’

 ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর মগবাজার চৌরাস্তা উড়ালসড়কের পিলারে আঁকা হচ্ছে আলপনা। এর মাধ্যমে নাগরিকদের ‘হর্ন বাজাবেন না’, ‘যেখানে-সেখানে পোস্টার লাগাবেন না’, ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ ইত্যাদি সচেতনতামূলক বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছেযাদের সৌজন্যে পোস্টার লাগানো হবে, তাদের আইনের আওতায় আনা হবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘শহরের উড়াল সড়কের পিলারগুলোতে তাকালে দেখা যায় অমুক ভাই সালাম নিন, তমুক ভাই এগিয়ে চলুন, ভাই আপনি নেতা হবেন, আমরা আপনার পেছনে আছি এসব লেখা পোস্টারে ভরা। যত ধরনের তেল বাজি, পাম-পট্টি সব পোস্টারের মাধ্যমে করা হচ্ছে। নিচের দিকে লিখে রাখে সৌজন্যে অমুক। এসব সৌজন্যে অমুকদের বলতে চাই—এগুলো বন্ধ করুন। অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জেল হবে, জরিমানা হবে।’

ইতিমধ্যে দৃষ্টিনন্দন করা চারটি পিলারের একটিতে পরিবেশ সংরক্ষণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পিলারের একপাশে এক কিশোর চারা গাছ লাগাচ্ছে, আরেক কিশোর বই নিয়ে স্কুলে যাচ্ছে। একটিতে লেখা রয়েছে হর্ন বাজাবেন না, পোস্টার না লাগাই। আর দুটি পিলের একটিতে ফুল, পাখি, সূর্য এবং আরেকটিতে ফুলের নকশার সঙ্গে নৌকা দিয়ে আবহমান বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। মাত্র কাজ শুরু হলেও পিলারগুলো যে সৌন্দর্য ছড়াচ্ছে তা পথচারীদের আকৃষ্ট করছে। অনেকেই মোবাইল ফোনের ক্যামেরায় বন্দী করছেন সেই দৃশ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার, ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মিতু আক্তার, ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর নাজমুন নাহার হেলেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত