Ajker Patrika

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৫: ১০
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাটমুখী দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবালয়ের পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার বড় হাঁপানিয়া গ্রামের আফাজুদ্দিনের ছেলে অটোচালক জাহিদ (৩৫), একই গ্রামের ইন্তাজখার ছেলে আব্দুর রহমান (৩৩) ও মোতালেব হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)। 

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, আব্দুর রহমান ও আব্দুর রাজ্জাক বরংগাইল বাজার থেকে পেঁয়াজ বিক্রি করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কে পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অটোচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান। 

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ আরও জানান, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত