Ajker Patrika

গঙ্গাচড়া ছাত্রলীগের নেতা নির্বাচনে ‘মেধা মূল্যায়ন পরীক্ষা’

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২২: ৫৩
Thumbnail image

লিখিত পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হবে। বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী ও ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ওপর এ মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, রংপুর জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে চলতি বছরের ২৭ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগ, গঙ্গাচড়া উপজেলা শাখার কর্মিসভার তারিখ নির্ধারণ করা হলো। 

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চায় ওই কর্মিসভায় আগ্রহী প্রার্থীদের জন্য বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ওপরে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এদিকে কর্মিসভার খবরে চাঙা হয়ে উঠেছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

গঙ্গাচড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তামিমুল ইসলাম তামিল আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বে জীবনবৃত্তান্ত দিয়ে কমিটি গঠন করা হতো। অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। কিন্তু তাঁরাও নেতা নির্বাচিত হন। আমি মনে করি ছাত্রলীগের কমিটিতে আসার আগে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। তাই পরীক্ষার মাধ্যমে কমিটি গঠন নিতান্তই একটি ভালো উদ্যোগ এবং এতে মেধাবী ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন হবে।’ 

গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ধন্যবাদ জানাই রংপুর জেলা ছাত্রলীগকে। তারা এবার গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব বাছাইয়ে মেধা মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা করেছে। এতে বঙ্গবন্ধুর আদর্শ চর্চা হবে। যারা বঙ্গবন্ধু সম্পর্কে জানে না, তাদেরও জানার আগ্রহ বাড়বে। আমি মনে করি, বঙ্গবন্ধুকে যারা বুকে ধারণ করে, বঙ্গবন্ধু সম্পর্কে জানে—তারাই কমিটিতে জায়গা পাবে।’ 

উল্লেখ্য, ২০২১ সালের ২১ জানুয়ারি কাওছার হোসেন নয়নকে সভাপতি ও শাহ্ জালাল মিয়াকে সাধারণ সম্পাদক করে গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর এই মেয়াদোত্তীর্ণ কমিটি গত ২৮ জানুয়ারি বিলুপ্ত করে রংপুর জেলা ছাত্রলীগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত