Ajker Patrika

ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বহালের দাবি অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৫: ৩০
ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বহালের দাবি অভিভাবকদের

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১৬৯ জন ছাত্রীর ভর্তি বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। আজ রোববার সকাল ৯টায় ভিকারুননিসার মূল শাখার সামনে এই মানববন্ধন শুরু হয়। এ সময় এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সরাসরি হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকেরা। 

মানববন্ধনে অভিভাবকেরা বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব নির্দেশনা যথাযথ নিয়মে মেনে ভর্তির আবেদন করা হয়েছে। কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে ভর্তি বিষয়ে অনুমতি প্রদান করেছে। ভর্তি হয়ে বাচ্চারা ৬ মার্চ পর্যন্ত ক্লাসও করেছে। কিন্তু হঠাৎ করে আদালতের রায় আসে ২০১৫ ও ২০১৬ সালে জন্ম নেওয়া ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল করতে হবে। প্রতিষ্ঠান থেকেও কিছু অবহিত না করে হঠাৎ করেই ভর্তি বাতিল করে জানানো হয়।

এখন এই শিশু শিক্ষার্থীদের নিয়ে তারা কোথায় যাবেন প্রশ্ন রেখে ভর্তি বাতিল না করে বহাল রাখার দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়ান। সেখানে লেখা রয়েছে—‘মাউশির ভুলের মাশুল আমরা কেন ভোগ করব, আমি আমার স্কুলে যেতে চাই, আমরা এখানেই পড়ব, আমাদের প্রিয় স্কুলে আমরা ফিরে যেতে চাই’ ইত্যাদি। 

এ সময় এ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সরাসরি হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত