Ajker Patrika

স্বামী ইয়াবা কিনে স্ত্রীর কাছে রাখেন, ভাতিজা ক্রেতাকে পৌঁছে দেন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪০
স্বামী ইয়াবা কিনে স্ত্রীর কাছে রাখেন, ভাতিজা ক্রেতাকে পৌঁছে দেন

রাজধানীর শেওড়াপাড়া থেকে ১৩ হাজার ইয়াবা বড়িসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা পারিবারিকভাবে ইয়াবা কারবারে সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া আলী ভবনের একটি ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা সম্পর্কে এক দম্পতি ও তাঁদের ভাতিজা। তাঁরা হলেন মাহমুদুল হাসান (৪১), তাঁর স্ত্রী মীম আক্তার (২২) এবং ভাতিজা মো. সোহাগ মিয়া (৩৭)। 

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার মাহমুদুল তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর পেশাই ইয়াবা কারবার। তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করেন। আর এই কাজে সহযোগিতা করেন তাঁর স্ত্রী মীম এবং ভাতিজা সোহাগ। স্ত্রী ইয়াবা সামলে রাখেন। আর ভাতিজা সোহাগ উবারে গাড়ি চালানোর ছদ্মবেশে তা বিভিন্ন স্থানে পৌঁছে দেন।’

ওসি আরও বলেন, তাঁদের কাছ থেকে মোট ১৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তারের সময় ঘরে তল্লাশি চালিয়ে আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ হাজার ইয়াবা প্রথমে উদ্ধার করা হয়। এরপর ভাতিজা সোহাগের কাছ থেকে ৬০০ এবং মীমের কাছ থেকে ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

 গ্রেপ্তার মাহমুদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত