Ajker Patrika

ঢাকায় এসেছেন ইউএনএইচসিআর প্রধান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মে ২০২২, ১৩: ১১
ঢাকায় এসেছেন ইউএনএইচসিআর প্রধান

বাংলাদেশে এসেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি। পাঁচ দিনের সফরে আজ শনিবার তিনি ঢাকা এসেছেন। ঢাকার ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রোহিঙ্গা সহায়তায় আহ্বান জানাতে ফিলিপো গ্রান্ডি বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশ সফরকালে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলোতে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা সাড়াদান কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া বাংলাদেশে কক্সবাজার ও ভাসানচরে মানবিক সহায়তাকারী প্রধান দাতা ও অংশীদারদের সঙ্গে বৈঠক করে স্থিতিশীল আন্তর্জাতিক সহায়তার বিষয়টি তুলে ধরবেন।

এ ছাড়া ফিলিপো গ্রান্ডি রোহিঙ্গা ক্যাম্প ও ভাসানচরে সফর করবেন। সে সময়ে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করে চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ আশার বিষয়ে আলোচনা করবেন।

ফিলিপো গ্রান্ডির এ সফরে ইউএনএইচসিআর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াতি এবং ইউএনএইচসিআরের হাইকমিশনারের সিনিয়র উপদেষ্টা হার্ভি ডি ভিলিরোচ প্রতিনিধি হিসেবে সঙ্গে থাকবেন।

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি বাংলাদেশ সফর করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত