Ajker Patrika

ভারতের চেয়েও ১৮টি সূচকে এগিয়ে বাংলাদেশ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের চেয়েও ১৮টি সূচকে এগিয়ে বাংলাদেশ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ভারতের চেয়েও ১৭-১৮টি সূচকে বাংলাদেশ এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সংবর্ধনা, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ ২০৪১ গঠনে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, এটা একটা বিশাল অর্জন। তবে স্বাধীনতা বিরোধীরা এই অর্জনে খুশি নয়। এই স্বাধীনতা বিরোধীরা এখনো আছে, আমাদের সঙ্গে মিলে মিশেই আছে। রাজনীতিতে ভিন্নমত থাকবেই, কিন্তু স্বাধীনতা বিরোধীরা তো এদেশের স্বাধীনতাকেই স্বীকার করে না।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতার, রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে অস্বীকার করে তো রাজনীতি হয় না। বঙ্গবন্ধুকে হত্যার পর ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে এরাই উল্লাস করেছিল। সেই স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থীরা এখনো নানাভাবে চক্রান্ত করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। 

অনুষ্ঠানে ৩৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের উপদেষ্টা মুহাম্মদ শফিকুর রহমান, শামসুদ্দিন আহমেদ পেয়ারাসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত