টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ রোববার। দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল শনিবার দুপুরে ইজতেমা ময়দানে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাত হবে। মোনাজাত উপলক্ষে যান চলাচল স্বাভাবিক থাকবে। মোনাজাতের আগে-পরে গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বিআরটি প্রকল্পে একটি লেনে যান চলাচল চালু থাকবে। এবারের আয়োজনে আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি।’
পুলিশ কমিশনার আরও বলেন, ইজতেমা আয়োজনে হামলার প্রচারণা আছে এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। হামলার প্রচারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। গতকাল বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন হয়। প্রথম ধাপের মতো এ ধাপেও ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়েছে।
এর আগে গতকাল বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর ইউসুফ বিন সাদের দেওয়া বিয়ের খুতবা শেষে ওই সব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়।
তৃতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে ৪৮টি দেশের ১ হাজার ৪৫০ জন মুসল্লি ময়দানের উত্তর-পশ্চিমাংশে বিদেশি খিত্তায় অবস্থান করছেন। আখেরি মোনাজাত শেষে তারা আরও এক দিন ময়দানে অবস্থান করতে পারেন।
মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘রোববার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের এলাকায় কয়েক লাখ মুসল্লি জড়ো হবেন। আমরা আগামী মঙ্গলবার ইজতেমা ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দেব।’
মুসল্লির মৃত্যু
ইজতেমার তৃতীয় ধাপে এ পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে মারা যান খুলনা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের দিদার তরফার (৫৫), গত শুক্রবার সকালে বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের নাজমুল হোসেন (৭৫) এবং ওই দিন রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়ার আব্দুল আজিজ শেখ (৬০)।
আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ রোববার। দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল শনিবার দুপুরে ইজতেমা ময়দানে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাত হবে। মোনাজাত উপলক্ষে যান চলাচল স্বাভাবিক থাকবে। মোনাজাতের আগে-পরে গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বিআরটি প্রকল্পে একটি লেনে যান চলাচল চালু থাকবে। এবারের আয়োজনে আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি।’
পুলিশ কমিশনার আরও বলেন, ইজতেমা আয়োজনে হামলার প্রচারণা আছে এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। হামলার প্রচারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। গতকাল বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন হয়। প্রথম ধাপের মতো এ ধাপেও ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়েছে।
এর আগে গতকাল বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর ইউসুফ বিন সাদের দেওয়া বিয়ের খুতবা শেষে ওই সব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়।
তৃতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে ৪৮টি দেশের ১ হাজার ৪৫০ জন মুসল্লি ময়দানের উত্তর-পশ্চিমাংশে বিদেশি খিত্তায় অবস্থান করছেন। আখেরি মোনাজাত শেষে তারা আরও এক দিন ময়দানে অবস্থান করতে পারেন।
মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘রোববার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের এলাকায় কয়েক লাখ মুসল্লি জড়ো হবেন। আমরা আগামী মঙ্গলবার ইজতেমা ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দেব।’
মুসল্লির মৃত্যু
ইজতেমার তৃতীয় ধাপে এ পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে মারা যান খুলনা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের দিদার তরফার (৫৫), গত শুক্রবার সকালে বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের নাজমুল হোসেন (৭৫) এবং ওই দিন রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়ার আব্দুল আজিজ শেখ (৬০)।
ঝটিকা পরিদর্শনে আজ শনিবার সকালের দিকে তুরাগ থানায় হাজির হয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে অভিযোগ নিয়ে আসা বৃদ্ধের সঙ্গে তাঁর কথোপকথন বিরল দৃশ্যের অবতারণা করল।
১৩ মিনিট আগেভুল প্রশ্নপত্র প্রদানের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহকে ভর্তি কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত
২৫ মিনিট আগেসিরাজগঞ্জের শাহজাদপুরে বাঁশের মাচা তৈরিকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বিপুল সরকার (৩৫) নামের এক যুবককে হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
২৭ মিনিট আগেপ্রায় পাঁচ মাসেও সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনের ডাক দিয়েছেন সাভারের চামড়াশিল্প নগরীর শ্রমিকেরা। গেজেট প্রকাশের পরেও সেই অনুযায়ী মজুরি না পেয়ে কয়েক দফায় কর্মবিরতি, বিক্ষোভসহ বিভিন্ন আন্দোলন করেছেন শ্রমিকেরা। এতেও দাবি আদায় না হওয়ায় ওভারটাইমে (অতিরিক্ত সময়) কাজ না করার ঘোষণা
৩৮ মিনিট আগে