টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ রোববার। দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল শনিবার দুপুরে ইজতেমা ময়দানে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাত হবে। মোনাজাত উপলক্ষে যান চলাচল স্বাভাবিক থাকবে। মোনাজাতের আগে-পরে গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বিআরটি প্রকল্পে একটি লেনে যান চলাচল চালু থাকবে। এবারের আয়োজনে আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি।’
পুলিশ কমিশনার আরও বলেন, ইজতেমা আয়োজনে হামলার প্রচারণা আছে এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। হামলার প্রচারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। গতকাল বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন হয়। প্রথম ধাপের মতো এ ধাপেও ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়েছে।
এর আগে গতকাল বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর ইউসুফ বিন সাদের দেওয়া বিয়ের খুতবা শেষে ওই সব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়।
তৃতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে ৪৮টি দেশের ১ হাজার ৪৫০ জন মুসল্লি ময়দানের উত্তর-পশ্চিমাংশে বিদেশি খিত্তায় অবস্থান করছেন। আখেরি মোনাজাত শেষে তারা আরও এক দিন ময়দানে অবস্থান করতে পারেন।
মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘রোববার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের এলাকায় কয়েক লাখ মুসল্লি জড়ো হবেন। আমরা আগামী মঙ্গলবার ইজতেমা ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দেব।’
মুসল্লির মৃত্যু
ইজতেমার তৃতীয় ধাপে এ পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে মারা যান খুলনা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের দিদার তরফার (৫৫), গত শুক্রবার সকালে বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের নাজমুল হোসেন (৭৫) এবং ওই দিন রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়ার আব্দুল আজিজ শেখ (৬০)।
আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ রোববার। দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল শনিবার দুপুরে ইজতেমা ময়দানে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাত হবে। মোনাজাত উপলক্ষে যান চলাচল স্বাভাবিক থাকবে। মোনাজাতের আগে-পরে গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বিআরটি প্রকল্পে একটি লেনে যান চলাচল চালু থাকবে। এবারের আয়োজনে আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি।’
পুলিশ কমিশনার আরও বলেন, ইজতেমা আয়োজনে হামলার প্রচারণা আছে এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। হামলার প্রচারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। গতকাল বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন হয়। প্রথম ধাপের মতো এ ধাপেও ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়েছে।
এর আগে গতকাল বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর ইউসুফ বিন সাদের দেওয়া বিয়ের খুতবা শেষে ওই সব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়।
তৃতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে ৪৮টি দেশের ১ হাজার ৪৫০ জন মুসল্লি ময়দানের উত্তর-পশ্চিমাংশে বিদেশি খিত্তায় অবস্থান করছেন। আখেরি মোনাজাত শেষে তারা আরও এক দিন ময়দানে অবস্থান করতে পারেন।
মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘রোববার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের এলাকায় কয়েক লাখ মুসল্লি জড়ো হবেন। আমরা আগামী মঙ্গলবার ইজতেমা ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দেব।’
মুসল্লির মৃত্যু
ইজতেমার তৃতীয় ধাপে এ পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে মারা যান খুলনা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের দিদার তরফার (৫৫), গত শুক্রবার সকালে বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের নাজমুল হোসেন (৭৫) এবং ওই দিন রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়ার আব্দুল আজিজ শেখ (৬০)।
গাজীপুরের টঙ্গীতে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় এই অভিযান। এতে অংশ নিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিব) সদস্যরা।
১৪ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আনন্দমিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের বাবা মাওলানা আবদুল মালেক।
২০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেপ্তার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা চলমান।
৩১ মিনিট আগেদলের বর্ধিত সভায় উপস্থিত না হয়ে টেন্ডারবাজিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
৩৭ মিনিট আগে