মাদারীপুর প্রতিনিধি
অতিরিক্ত টাকা না দেওয়ায় লঞ্চ স্টাফকে টার্মিনাল ইন্সপেক্টর (টিআই) আক্তার হোসেন ঘুষি দিয়ে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনার জেরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দেড় ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরে লঞ্চ মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
মনিরুজ্জামান মনির জানায়, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাবাজার ঘাটে এমভি আকাশ লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানোর অজুহাত দেখিয়ে লঞ্চের স্টাফ সেলিম শেখের কাছে ৫০০ টাকা দাবি করেন টিআই আক্তার হোসেন। কিন্তু সেলিম শেখ ১০০ টাকা দিতে রাজি হয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিআই আক্তার হোসেন ঘুষি দিয়ে সেলিম শেখকে রক্তাক্ত করে। এ খবর ছড়িয়ে পড়লে ঘাটগুলোতে অবস্থানরত লঞ্চ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বাংলাবাজার-শিমুলিয়া রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে লঞ্চ মালিক সমিতির উদ্যোগে বিচারের আশ্বাসে দেড় ঘণ্টা পর সাড়ে ১০টায় লঞ্চ চলাচল শুরু হয়।
এব্যাপারে আহত স্টাফ সেলিম শেখ বলেন, ‘প্রত্যেকটি লঞ্চের ট্রিপ প্রতি টিআই সাহেব ১০০ টাকা করে নেয়। কিছুদিন ধরে তিনি লঞ্চগুলো থেকে আরও বেশি টাকা নিচ্ছে। তিনি সকালে আমাদের লঞ্চে বেশি যাত্রী দেওয়া হয়েছে দাবি করে ৫০০ টাকা দাবি করেন। দিতে রাজি না হওয়ায় তিনি আমার কানে ঘুষি মারেন। এতে আমার কান ফেটে রক্ত বের হতে থাকে। পরে বিষয়টি দেখে অন্য স্টাফরা লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। আমাকে পাচ্চর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এই টিআইয়ের বিচার চাই।’
এব্যাপারে টিআই আক্তার হোসেন বলেন, ‘ঘাটে কোন ঝামেলা হয় নাই। লঞ্চ স্টাফরা কিছু সময় লঞ্চ বন্ধ রেখেছিল। পরে আবার চালিয়েছে। আর আমি সরকারি লোক, কেন তাদের কাছে টাকা দাবি করব। বিষয়টি আমি জানি না। আমি সকাল থেকেই ডিউটি পালন করছি।’
এদিকে বিআইডব্লিউটিএর (ট্রাফিক) পরিচালক রফিকুল ইসলাম মোবাইলে জানান, ‘বিষয়টি আমি জেনেছি। দু-এক দিনের মধ্যে একটি তদন্ত কমিটি করা হবে। যদি টিআই দোষী হয়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে বিষয়টি কথা বলে লঞ্চ চলাচল স্বাভাবিক করেছি।’
অতিরিক্ত টাকা না দেওয়ায় লঞ্চ স্টাফকে টার্মিনাল ইন্সপেক্টর (টিআই) আক্তার হোসেন ঘুষি দিয়ে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনার জেরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দেড় ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরে লঞ্চ মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
মনিরুজ্জামান মনির জানায়, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাবাজার ঘাটে এমভি আকাশ লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানোর অজুহাত দেখিয়ে লঞ্চের স্টাফ সেলিম শেখের কাছে ৫০০ টাকা দাবি করেন টিআই আক্তার হোসেন। কিন্তু সেলিম শেখ ১০০ টাকা দিতে রাজি হয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিআই আক্তার হোসেন ঘুষি দিয়ে সেলিম শেখকে রক্তাক্ত করে। এ খবর ছড়িয়ে পড়লে ঘাটগুলোতে অবস্থানরত লঞ্চ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বাংলাবাজার-শিমুলিয়া রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে লঞ্চ মালিক সমিতির উদ্যোগে বিচারের আশ্বাসে দেড় ঘণ্টা পর সাড়ে ১০টায় লঞ্চ চলাচল শুরু হয়।
এব্যাপারে আহত স্টাফ সেলিম শেখ বলেন, ‘প্রত্যেকটি লঞ্চের ট্রিপ প্রতি টিআই সাহেব ১০০ টাকা করে নেয়। কিছুদিন ধরে তিনি লঞ্চগুলো থেকে আরও বেশি টাকা নিচ্ছে। তিনি সকালে আমাদের লঞ্চে বেশি যাত্রী দেওয়া হয়েছে দাবি করে ৫০০ টাকা দাবি করেন। দিতে রাজি না হওয়ায় তিনি আমার কানে ঘুষি মারেন। এতে আমার কান ফেটে রক্ত বের হতে থাকে। পরে বিষয়টি দেখে অন্য স্টাফরা লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। আমাকে পাচ্চর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এই টিআইয়ের বিচার চাই।’
এব্যাপারে টিআই আক্তার হোসেন বলেন, ‘ঘাটে কোন ঝামেলা হয় নাই। লঞ্চ স্টাফরা কিছু সময় লঞ্চ বন্ধ রেখেছিল। পরে আবার চালিয়েছে। আর আমি সরকারি লোক, কেন তাদের কাছে টাকা দাবি করব। বিষয়টি আমি জানি না। আমি সকাল থেকেই ডিউটি পালন করছি।’
এদিকে বিআইডব্লিউটিএর (ট্রাফিক) পরিচালক রফিকুল ইসলাম মোবাইলে জানান, ‘বিষয়টি আমি জেনেছি। দু-এক দিনের মধ্যে একটি তদন্ত কমিটি করা হবে। যদি টিআই দোষী হয়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে বিষয়টি কথা বলে লঞ্চ চলাচল স্বাভাবিক করেছি।’
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে রামদা দিয়ে হামলা চালানো সেই যুবক জ্যোতি (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগেকুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বাংগড্ডা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেসাভারের আশুলিয়ায় দাফনের প্রায় ৬ মাস পর চারটি লাশ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশনায় আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন কবরস্থান থেকে লাশগুলো উত্তোলন করা হয়।
৩৪ মিনিট আগেশিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, শিল্প প্রকৃতির অংশ। শিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন গ্যালারিতে স্বশিক্ষিত শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্
১ ঘণ্টা আগে