টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা (৪৫) উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে। মোস্তফার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি কাঠে নকশা তৈরির কাজ করতেন।
অভিযুক্ত রাজন সদর উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কাঠের নকশা তৈরির কাজ করেন। প্রতিদিনের মতো মোস্তফা দোকান খুলে কাজ শুরু করেন। আজ শনিবার সকালে পুরা বাজারের ফার্নিচারের দোকানদার রাজন কাঠে নকশার কাজ করাতে আসেন। তাৎক্ষণিক তাঁর কাঠে নকশার কাজ করে দিতে বলেন রাজন। কিন্তু মোস্তফার হাতে কাজ থাকায় সে সময় কাজ করে দিতে পারবেন না জানালে একপর্যায়ে বাক্বিতণ্ডা এবং হাতাহাতির সৃষ্টি হয়। পরে রাজন মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মোস্তফা।
মোস্তফার শ্বশুর হাজী সাত্তার শেখ বলেন, ‘আমার মেয়ের জামাই শান্ত স্বভাবের একজন মানুষ। তাকে যে হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই।’
মোস্তফার মেয়ে জান্নাত বলেন, ‘আমার বাবাকে যে হত্যা করেছে তার ফাঁসি চাই। রাজনের ফাঁসি চাই।’
স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘আমার স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটা একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সত্যতা জানা যাবে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।’
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা (৪৫) উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে। মোস্তফার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি কাঠে নকশা তৈরির কাজ করতেন।
অভিযুক্ত রাজন সদর উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কাঠের নকশা তৈরির কাজ করেন। প্রতিদিনের মতো মোস্তফা দোকান খুলে কাজ শুরু করেন। আজ শনিবার সকালে পুরা বাজারের ফার্নিচারের দোকানদার রাজন কাঠে নকশার কাজ করাতে আসেন। তাৎক্ষণিক তাঁর কাঠে নকশার কাজ করে দিতে বলেন রাজন। কিন্তু মোস্তফার হাতে কাজ থাকায় সে সময় কাজ করে দিতে পারবেন না জানালে একপর্যায়ে বাক্বিতণ্ডা এবং হাতাহাতির সৃষ্টি হয়। পরে রাজন মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মোস্তফা।
মোস্তফার শ্বশুর হাজী সাত্তার শেখ বলেন, ‘আমার মেয়ের জামাই শান্ত স্বভাবের একজন মানুষ। তাকে যে হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই।’
মোস্তফার মেয়ে জান্নাত বলেন, ‘আমার বাবাকে যে হত্যা করেছে তার ফাঁসি চাই। রাজনের ফাঁসি চাই।’
স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘আমার স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটা একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সত্যতা জানা যাবে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।’
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
২৫ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
২৬ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৯ মিনিট আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে