Ajker Patrika

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৪, ২১: ০৮
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জামালপুর জেলার বাসিন্দা অন্তর (২৩) এবং পটুয়াখালী জেলার বাসিন্দা তানজীলা (১৭)। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক। 

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট সৌরভ হোসেন বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মোটরসাইকেলটিকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে যায় অন্তর ও তাঁর সঙ্গে থাকা তরুণী তানজীলা । দুজনই ঘটনাস্থলে মারা যান। 

তিনি আরও বলেন, ‘ধাক্কা দেওয়া বাসটি শনাক্তে আমরা কাজ করছি। নিহতদের লাশ বর্তমানে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত