Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৫: ৫৭
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়কে পড়ে ছিল মোটরসাইকেল। পাশেই পড়ে ছিলেন আহত এক যুবক । সে অবস্থায় থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাঁকে। অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর নেওয়ার পথে মারা যান তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় ৬টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের জলপাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 দুর্ঘটনায় নিহত যুবকের নাম মো. রাজিব (২৫)। তিনি উপজেলার বারিষাব ইউনিয়নের বারাব গ্ৰামের মাহফুজুর রহমানের ছেলে। 

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবককে মোটরসাইকেলসহ সড়কে পড়ে থাকতে দেখেন তাঁরা। মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউর রহমান বাবলু বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে সড়ক দুর্ঘটনায় রাজিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে জানার পর কাপাসিয়া থানা ওসিকে বিষয়টি অবহিত করি। দুই নম্বর ওয়ার্ডের মেম্বারকেও বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

কাপাসিয়া থানার ওসি মো. আবুবকর মিয়া বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা কেউই বলতে পারছে না। তবু বিষয়টি পুলিশ তদন্ত করবে। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। পেলে অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত