Ajker Patrika

ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকা, মেঘাচ্ছন্ন আকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৪: ১৭
ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকা, মেঘাচ্ছন্ন আকাশ

টানা দাবদাহের পর ঈদের দিন বিকেলে এক মিলিমিটার বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। আজ ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই আকাশ মেঘ করে আছে। মাঝে মাঝে বড় বড় ফোঁটার বৃষ্টির দেখাও মিলছে। এবার ঈদের আগে দুই দিন ছুটি মিললেও ঈদ শেষে ছুটি এক দিনই। ঘরে ফেরার তাড়া থাকলেও আড়মোড়া কাটেনি নগরবাসীর। এমন মেঘলা আবহাওয়া আর ছুটি মিলিয়ে রাজধানী অনেকটাই ফাঁকা।

ঢাকার বিভিন্ন অঞ্চল ঘুরে আজ রোববার দেখা যায় দোকানপাট বন্ধ। তবে এখনো খোলা আছে কয়েকটা জামাকাপড় ও জুতার দোকান। কিছু জায়গায় খুলেছে কোনো কোনো সুপারশপ।

নাম প্রকাশে অনিচ্ছুক এসব দোকানের কর্মচারীরা জানালেন, তাঁদের ছুটি ভাগ করে দেওয়া হয়েছে। কেউ রোজার ঈদে ছুটি পেলে অন্যরা পাবে কোরবানির ঈদে।

রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে নেই কোনো যানজট। নগর পরিবহন কম। আর এই সুযোগে ঢাকার রাস্তায় বেড়েছে রিকশা ও সিএনজি অটোরিকশা। নগর পরিবহন কম থাকা এবং ব্যক্তিগত গাড়ির বাইরে নগরীর যাতায়াতের বড় মাধ্যমে পরিণত হয়েছে এ দুটি যান।

মেঘলা আবহাওয়া আর ঈদের ছুটি মিলিয়ে রাজধানী অনেকটাই ফাঁকারামপুরা, মৌচাক, সায়েদাবাদ, কমলাপুর, শান্তিনগর, মগবাজার, কারওয়ান বাজার, বাংলামোটর মোড়গুলোতে যাত্রীর জন্য অপেক্ষা করছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা। গন্তব্য কম হলেও ভাড়া বেশি।

ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ছেনও তাঁরা। তবে রিকশাভাড়া আয়ত্তের মধ্যে আনলেও সিএনজিচালিত অটোরিকশাচালকেরা কিছুতেই যাবেন না ভাড়ায় না পোষালে।

মোড়ে মোড়ে যানজট না থাকলেও বেড়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার। বিজয় সরণিতে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট কানাই বিশ্বাস বলেন, বিকেলের পর একটু যানজট থাকে। এখন অনেকটাই ফাঁকা। তবে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার আধিক্য বেশি।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সকালে জানানো হয়েছে কালবৈশাখী ও বৃষ্টির সংবাদ। উপকূলীয় জেলাগুলোতে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্কসংকেত, যার প্রভাব পড়েছে রাজধানীতেও। নিরবচ্ছিন্ন বৃষ্টি না হলেও গত কয়েক দিনের দাবদাহ থেকে রক্ষা পেয়েছে মানুষ। সকাল থেকে বাতাস আর মেঘের জন্য নগরী এখন অনেকটাই ঠান্ডা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত