সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে নিরাপত্তাহীনতার কারণে কাজ করছে না পুলিশ। এদিকে পুলিশের কার্যক্রম না থাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বাড়ার আশঙ্কায় আছেন এলাকাবাসী। নিজেদেরই সমাধান করতে হচ্ছে সমস্যার। এমনকি মসজিদে মাইকিং করে সতর্ক করার পর পাঁচ ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
গত সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালানোর পর টানা তিন ঘণ্টা সময় নিয়ে সব মালামাল লুট হয়। রাত সাড়ে ৯টায় থানায় আগুন দেওয়া হয়। একই দিন সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর ও নেতা-কর্মীসহ অনেকের বাড়ি ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় হঠাৎ সিদ্ধিরগঞ্জের কিছু এলাকার মসজিদের মাইকিং করে বলা হয়, ‘এলাকায় ডাকাত ঢুকেছে। বাড়ির সব পুরুষ মানুষ বাসা থেকে বের হয়ে ডাকতদের থেকে এলাকাবাসীকে রক্ষা করুন।’ তারপর একে একে সবাই বাড়ি থেকে বেরিয়ে এলে পাঁচজনকে ধরতে পারে এলাকাবাসী। পুলিশ না থাকায় তাদের উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়।
শিমরাইল এলাকার বাসের উদ্দিন বলেন, ‘একটি ট্রাকে করে ১৫ জন ডাকাত বিভিন্ন বাসা থেকে ডাকাতি করতে করতে আসে আমাদের এদিকে। তখন এলাকার কয়েকজন খবর পেয়ে মসজিদে ফোন করলে হুজুর মাইকিং করেন। তাৎক্ষণিক এলাকাবাসী বের হয়ে আসায় বাকি বাড়িগুলো বাঁচাতে পারি।’
একই এলাকার আরেক বাসিন্দা দিদারুল বলেন, ‘রাতে ডাকাতের কথা মাইকিং করলে আমরা সবাই বের হয়ে আসি। তখন পাঁচ ডাকাতকে ধরতে সক্ষম হই। বাকিরা পালিয়ে যায়। কিন্তু পুলিশ বা প্রশাসনের কেউ না থাকায় আমরা উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেই।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের সব কাজ এখন বন্ধ আছে। জনগণকে সেবা দেওয়ার মতো কোনো অবস্থানেই নেই আমরা। আমাদের নিজেদের নিরাপত্তা এখন আমরা দিতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের থানায় হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে নিরাপত্তাহীনতার কারণে কাজ করছে না পুলিশ। এদিকে পুলিশের কার্যক্রম না থাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বাড়ার আশঙ্কায় আছেন এলাকাবাসী। নিজেদেরই সমাধান করতে হচ্ছে সমস্যার। এমনকি মসজিদে মাইকিং করে সতর্ক করার পর পাঁচ ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
গত সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালানোর পর টানা তিন ঘণ্টা সময় নিয়ে সব মালামাল লুট হয়। রাত সাড়ে ৯টায় থানায় আগুন দেওয়া হয়। একই দিন সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর ও নেতা-কর্মীসহ অনেকের বাড়ি ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় হঠাৎ সিদ্ধিরগঞ্জের কিছু এলাকার মসজিদের মাইকিং করে বলা হয়, ‘এলাকায় ডাকাত ঢুকেছে। বাড়ির সব পুরুষ মানুষ বাসা থেকে বের হয়ে ডাকতদের থেকে এলাকাবাসীকে রক্ষা করুন।’ তারপর একে একে সবাই বাড়ি থেকে বেরিয়ে এলে পাঁচজনকে ধরতে পারে এলাকাবাসী। পুলিশ না থাকায় তাদের উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়।
শিমরাইল এলাকার বাসের উদ্দিন বলেন, ‘একটি ট্রাকে করে ১৫ জন ডাকাত বিভিন্ন বাসা থেকে ডাকাতি করতে করতে আসে আমাদের এদিকে। তখন এলাকার কয়েকজন খবর পেয়ে মসজিদে ফোন করলে হুজুর মাইকিং করেন। তাৎক্ষণিক এলাকাবাসী বের হয়ে আসায় বাকি বাড়িগুলো বাঁচাতে পারি।’
একই এলাকার আরেক বাসিন্দা দিদারুল বলেন, ‘রাতে ডাকাতের কথা মাইকিং করলে আমরা সবাই বের হয়ে আসি। তখন পাঁচ ডাকাতকে ধরতে সক্ষম হই। বাকিরা পালিয়ে যায়। কিন্তু পুলিশ বা প্রশাসনের কেউ না থাকায় আমরা উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেই।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের সব কাজ এখন বন্ধ আছে। জনগণকে সেবা দেওয়ার মতো কোনো অবস্থানেই নেই আমরা। আমাদের নিজেদের নিরাপত্তা এখন আমরা দিতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের থানায় হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২০ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
২৭ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩২ মিনিট আগে