Ajker Patrika

টিফিনের টাকা তুলে বন্যার্তদের দিল শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২২, ২০: ০৫
টিফিনের টাকা তুলে বন্যার্তদের দিল শিক্ষার্থীরা

স্কুলের টিফিনের টাকা জমিয়ে বন্যার্তদের সহযোগিতার ফান্ডে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সবুজবাগ আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা বন্যার্তদের সহযোগিতার ফান্ডে তুলে দেয়। 

শিক্ষার্থীদের এমন মানবিকতার দৃষ্টান্তের খবর পেয়ে স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলটির প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের সমন্বয়ক শরীফ সুমন, খায়রুল কবির মুন্না, ফারুক আহাম্মদ মাহি, সবুজবাগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংকের ম্যানেজার রুহুল আমিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ সুমন বলেন, ‘আজ ছোট কোমলমতি শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা জমিয়ে সেই টাকা বন্যার্তদের সহযোগিতার ফান্ডে দিয়ে মানবিকতা দেখিয়েছে তা সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আজকের শিশুরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। এই কারণে তাদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করে মানবিকবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। দেশে বন্যার প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন স্থান থেকেই সহযোগিতা পাঠানো হচ্ছে। এই কারণে যে যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়াবেন এমনটাই চাই আমরা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত