Ajker Patrika

পদ্মা সেতুর ওপর বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেটকার

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২৩: ১৭
পদ্মা সেতুর ওপর বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেটকার

পদ্মা সেতুর ওপর একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে প্রাইভেটকারটির দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছেন কারের তিন আরোহী। আহতদের উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়েছে। 

আজ সোমবার বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪১-৪২ নম্বর পিয়ারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে অন্তত ৩০ মিনিট সেতুতে মাওয়া-জাজিরামুখী লেনে যানবাহন চলাচল ব্যাহত হয়। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র জানা গেছে, সেতুর কিছু অংশে শ্রমিকেরা বিভিন্ন সার্ভিসের কাজ করছেন। দুর্ঘটনা এড়াতে এবং কাজের সুবিধার্থে ৩৮ নম্বর পিয়ার থেকে ৪২ নম্বর পিয়ার পর্যন্ত মাওয়া থেকে জাজিরামুখী লেনে প্লাস্টিকের ব্যারিয়ার দিয়ে অর্ধেক অংশ আটকে দেওয়া হয়। ব্যারিয়ারের পাশ দিয়ে ওই লেনে গাড়ি চলাচল করছে। সোমবার বিকেলের দিকে একটি প্রাইভেটকার মাওয়া থেকে জাজিরা প্রান্তের দিকে যাচ্ছিল। ৪২ নম্বর পিয়ারের কাছাকাছি পৌঁছালে শ্যামলী পরিবহনের ঢাকা থেকে খুলনাগামী একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেট কারে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। 

সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট সেতুতে যান চলাচল ব্যাহত হয়। যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কারটি সরিয়ে সেতুর পূর্ব প্রান্তের লেনের পশ্চিম দিকে নিয়ে রাখা হয়েছে। 

যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেটকারএর আগে দুপুর ১টার দিকে একই স্থানে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সেতুতে থাকা প্লাস্টিকের ব্যারিয়ার ওপর উঠে যায়। এতে অন্তত ৪০-৫০টি ব্যারিয়ার ভেঙে যায়। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী পার্থ সারথী বিশ্বাস বলেন, ‘সেতুতে বিভিন্ন সার্ভিসের কাজ চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেতুর লেনের অর্ধেক অংশ ব্যারিয়ার দিয়ে আটকে দেওয়া হয়েছে। কিছু সংখ্যক যানবাহন অতিরিক্ত গতিতে চলতে গিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে। দুপুরে একটি বাস ব্যারিয়ারের ওপর উঠিয়ে দিয়েছে। আবার বিকেলে একটি বাস অতিরিক্ত গতিতে চলার কারণে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।’ 

প্লাস্টিকের ব্যারিয়ার দিয়ে কাজ করছেন শ্রমিকেরা। অনেকে গাড়ির গতি নিয়ন্ত্রণ না করায় দুর্ঘটনা ঘটছেপদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেতু বিভাগের একজন প্রকৌশলীর মাধ্যমে সেতুতে দুর্ঘটনার খবর পেয়েছি। সেতু থেকে বাস ও প্রাইভেটকারটি পদ্মা সেতু দক্ষিণ থানায় আনা হয়েছে। যে তিনজন আহত হয়েছেন তাঁদের পরিচয় জানা যায়নি। বাসের চালকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত