টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) দুপুর পর্যন্ত যমুনাসহ জেলার প্রধান তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। জেলাজুড়ে ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার সাতটি উপজেলায় আউশ, পাট, সবজি, তিল, আমনের প্রায় ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা প্রশাসকের কার্যালয় জানায়, বন্যায় ৬৮.৭৫ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এতে ৪৯ হাজার ৪১৭টি পরিবার পানিবন্দী রয়েছে। বর্তমানে ৩৩৭ মেট্রিক টন চাল ও ৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা মজুত রয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে মানুষের দুর্ভোগ কমে যাবে। যেসব এলাকা নিমজ্জিত হয়েছে, সেই এলাকার কর্মকর্তাদের বন্যার্তদের মধ্যে ত্রাণ সরবরাহ করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। এর ফলে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। যেসব জায়গায় কাজ করা প্রয়োজন, তা জরুরিভাবে করা হচ্ছে।’
টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) দুপুর পর্যন্ত যমুনাসহ জেলার প্রধান তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। জেলাজুড়ে ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার সাতটি উপজেলায় আউশ, পাট, সবজি, তিল, আমনের প্রায় ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা প্রশাসকের কার্যালয় জানায়, বন্যায় ৬৮.৭৫ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এতে ৪৯ হাজার ৪১৭টি পরিবার পানিবন্দী রয়েছে। বর্তমানে ৩৩৭ মেট্রিক টন চাল ও ৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা মজুত রয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে মানুষের দুর্ভোগ কমে যাবে। যেসব এলাকা নিমজ্জিত হয়েছে, সেই এলাকার কর্মকর্তাদের বন্যার্তদের মধ্যে ত্রাণ সরবরাহ করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। এর ফলে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। যেসব জায়গায় কাজ করা প্রয়োজন, তা জরুরিভাবে করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে