টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) দুপুর পর্যন্ত যমুনাসহ জেলার প্রধান তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। জেলাজুড়ে ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার সাতটি উপজেলায় আউশ, পাট, সবজি, তিল, আমনের প্রায় ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা প্রশাসকের কার্যালয় জানায়, বন্যায় ৬৮.৭৫ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এতে ৪৯ হাজার ৪১৭টি পরিবার পানিবন্দী রয়েছে। বর্তমানে ৩৩৭ মেট্রিক টন চাল ও ৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা মজুত রয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে মানুষের দুর্ভোগ কমে যাবে। যেসব এলাকা নিমজ্জিত হয়েছে, সেই এলাকার কর্মকর্তাদের বন্যার্তদের মধ্যে ত্রাণ সরবরাহ করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। এর ফলে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। যেসব জায়গায় কাজ করা প্রয়োজন, তা জরুরিভাবে করা হচ্ছে।’
টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) দুপুর পর্যন্ত যমুনাসহ জেলার প্রধান তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। জেলাজুড়ে ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার সাতটি উপজেলায় আউশ, পাট, সবজি, তিল, আমনের প্রায় ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা প্রশাসকের কার্যালয় জানায়, বন্যায় ৬৮.৭৫ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এতে ৪৯ হাজার ৪১৭টি পরিবার পানিবন্দী রয়েছে। বর্তমানে ৩৩৭ মেট্রিক টন চাল ও ৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা মজুত রয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে মানুষের দুর্ভোগ কমে যাবে। যেসব এলাকা নিমজ্জিত হয়েছে, সেই এলাকার কর্মকর্তাদের বন্যার্তদের মধ্যে ত্রাণ সরবরাহ করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। এর ফলে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। যেসব জায়গায় কাজ করা প্রয়োজন, তা জরুরিভাবে করা হচ্ছে।’
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে