Ajker Patrika

গেস্টরুমে নির্যাতনবিরোধী আইন পাসের দাবি ছাত্র অধিকার পরিষদের

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২৩: ২০
গেস্টরুমে নির্যাতনবিরোধী আইন পাসের দাবি ছাত্র অধিকার পরিষদের

ছাত্রলীগের হাতে নিহত বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গেস্টরুম নির্যাতন-বিরোধী আইন পাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়। 

সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আজ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া আবরার ফাহাদ হত্যার রায় হয়েছে। এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি; কিন্তু যত দ্রুত সম্ভব তা কার্যকর করতে হবে। অমিতের মা বলেছিলেন, যদি তিনি জানতেন তাঁর সন্তান ছাত্রলীগের সাথে জড়িত, তিনি তাঁর সন্তানকে জুতাপেটা করতেন। অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কোনো দুর্ঘটনা ঘটে গিয়ে কান্নাকাটি করার আগেই খোঁজ খবর নিন আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে এসে কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত হচ্ছে কি না।’ 

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চেয়ে ইয়ামিন মোল্লা বলেন, ‘২০ জনের ফাঁসির আদেশ দেওয়া হলো, অথচ মূল হোতা অমিত সাহার সর্বোচ্চ শাস্তির আদেশ দেওয়া হলো না। এটা কেন হলো না, তা আমরা জানতে চাই। পাশাপাশি ছাত্রলীগের হাতে আরও যেসব ছাত্র-শিক্ষক হত্যার শিকার হয়েছেন, সেগুলোরও বিচার করতে হবে।’ 

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, শুধু সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করলেই হবে না। একই সঙ্গে বুয়েটের শেরে বাংলা হলের হাউস টিউটর, প্রভোস্টসহ দায়িত্বশীল সকলকেই দায়িত্বে অবহেলার দায়ে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি সব বিশ্ববিদ্যালয়ের গণরুম-গেস্টরুমে নির্যাতনবিরোধী আইন পাস করতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত