Ajker Patrika

৮ জনকে কামড়ে আহত করলো সারা দিন অভুক্ত কুকুর

প্রতিনিধি, পাংশা (রাজবাড়ী)
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২৩: ২৫
৮ জনকে কামড়ে আহত করলো সারা দিন অভুক্ত কুকুর

রাজবাড়ী পাংশায় এক ঘণ্টার ব্যবধানে আট জনকে কামড়ে আহত করেছে একটি কুকুর। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাংশা পৌর এলাকার টেম্পুস্ট্যান্ডে সাত নারী-পুরুষকে কামড়ায় কুকুরটি। পরে বাজারের বিশ্বাস ক্লিনিকের সামনে আরেকজনকে কামড়ায়।

কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা হলেন, উপজেলার হারুন শেখ, গোলাপ আলী, হোসেন শেখ, জোসনা বেগম, লিটন, বাহার, সিদ্দিকুর রহমান ও চাঁদ আলী।

হারুণ শেখ বলেন, সকালে ট্যাম্পুস্ট্যান্ড এলাকায় আমাদের ভ্যান একটি কক্ষে রেখে কাজে চলে যাই। আমাদের অজান্তে কুকুরটি ওই কক্ষের মধ্যে আটকা পড়ে থাকে। সারা দিনের কাজ শেষে আমরা এসে ভ্যানটি বের করার জন্য কক্ষের শাটার খুলি। সঙ্গে সঙ্গে কুকুরটি আমাদের তিন জনকে কামড়ায়। পরে ঘর থেকে বের হয়ে আরও চার জনকে কামড়িয়েছে। পরে আমরা সবাই চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হই।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে রাব্বী বলেন, কুকুরটি কামড়ানোর কয়েক মিনিটের মধ্যেই সবাই হাসপাতালে এসেছিলেন। আমরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত