মো. লুৎফর রহমান, সাটুরিয়া (মানিকগঞ্জ)
কয়েক দিনের বৃষ্টিতে রাস্তায় গর্ত সৃষ্টি হয়ে এক পাশ ধসে গেছে। বাইসাইকেল ও মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন পাঁচ গ্রামের ১০ হাজার মানুষ। এক বছর ধরে এ চিত্র মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের চরপাড়া গ্রামের চরপাড়া মন্দিরের সামনের রাস্তাটির।
স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বলা সত্ত্বেও রাস্তাটি মেরামত হয়নি। বৃষ্টিতে ধসে যাওয়া সড়কটি দ্রুত মেরামত করার জোর দাবি জানিয়েছেন তাঁরা।
আজ শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, চরপাড়া থেকে গুচ্ছ গ্রাম হয়ে মানিকগঞ্জ যাওয়ার চরপাড়া মন্দিরের সামনের সড়কে গর্ত হয়ে এক পাশ ভেঙে পড়ে আছে। গত বছর কয়েক দিনের বৃষ্টিতে এই রাস্তাটিতে গর্তের সৃষ্টি হয়ে ধসে যায়। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণপাড়া, নয়াপাড়া, চরপাড়া, পাড়তিল্লী ও চরতিল্লী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
স্থানীয় কৃষক বিপেন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ এক বছর যাবৎ এই সড়কটিতে গর্ত হয়ে ভেঙে পড়ে আছে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের বারবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। এতে আমাদের উৎপাদিত কৃষি পণ্য পরিবহন না করতে পেরে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
কথা হয় চরপাড়ার কৃষক আজাদের সঙ্গে। তিনি বলেন, ‘এবার চার বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি গোখাদ্য হিসেবে বিক্রি করব এই আশায়। কিন্তু এই রাস্তা ভাঙার কারণে কোনো পাইকার আসছে না ভুট্টা কেনার জন্য।’ তিনিসহ অন্য কৃষকেরা উৎপাদিত পণ্য পরিবহন করতে না পেরে হতাশায় ভুগছেন।
এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, ‘হরগজ ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতি আমার ওয়ার্ডে কোনো উন্নয়ন প্রকল্প না দেওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামত করতে পারছি না।’
আওয়ামী লীগের হরগজ ইউনিয়নের সভাপতি মো. আদম আলী বলেন, এই গুরুত্বপূর্ণ রাস্তাটির বৃষ্টিতে ভেঙে যায় এক বছর আগে। এতে দক্ষিণপাড়া, নয়াপাড়া, চরপাড়া, পাড়তিল্লী ও চরতিল্লী এই পাঁচ গ্রামের ১০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। এ ছাড়া কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য এই রাস্তা দিয়ে ট্রাকযোগে বাজারজাত করতে পারছে না। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. নাজমুল করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি মেরামতের প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে।
কয়েক দিনের বৃষ্টিতে রাস্তায় গর্ত সৃষ্টি হয়ে এক পাশ ধসে গেছে। বাইসাইকেল ও মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন পাঁচ গ্রামের ১০ হাজার মানুষ। এক বছর ধরে এ চিত্র মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের চরপাড়া গ্রামের চরপাড়া মন্দিরের সামনের রাস্তাটির।
স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বলা সত্ত্বেও রাস্তাটি মেরামত হয়নি। বৃষ্টিতে ধসে যাওয়া সড়কটি দ্রুত মেরামত করার জোর দাবি জানিয়েছেন তাঁরা।
আজ শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, চরপাড়া থেকে গুচ্ছ গ্রাম হয়ে মানিকগঞ্জ যাওয়ার চরপাড়া মন্দিরের সামনের সড়কে গর্ত হয়ে এক পাশ ভেঙে পড়ে আছে। গত বছর কয়েক দিনের বৃষ্টিতে এই রাস্তাটিতে গর্তের সৃষ্টি হয়ে ধসে যায়। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণপাড়া, নয়াপাড়া, চরপাড়া, পাড়তিল্লী ও চরতিল্লী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
স্থানীয় কৃষক বিপেন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ এক বছর যাবৎ এই সড়কটিতে গর্ত হয়ে ভেঙে পড়ে আছে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের বারবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। এতে আমাদের উৎপাদিত কৃষি পণ্য পরিবহন না করতে পেরে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
কথা হয় চরপাড়ার কৃষক আজাদের সঙ্গে। তিনি বলেন, ‘এবার চার বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি গোখাদ্য হিসেবে বিক্রি করব এই আশায়। কিন্তু এই রাস্তা ভাঙার কারণে কোনো পাইকার আসছে না ভুট্টা কেনার জন্য।’ তিনিসহ অন্য কৃষকেরা উৎপাদিত পণ্য পরিবহন করতে না পেরে হতাশায় ভুগছেন।
এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, ‘হরগজ ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতি আমার ওয়ার্ডে কোনো উন্নয়ন প্রকল্প না দেওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামত করতে পারছি না।’
আওয়ামী লীগের হরগজ ইউনিয়নের সভাপতি মো. আদম আলী বলেন, এই গুরুত্বপূর্ণ রাস্তাটির বৃষ্টিতে ভেঙে যায় এক বছর আগে। এতে দক্ষিণপাড়া, নয়াপাড়া, চরপাড়া, পাড়তিল্লী ও চরতিল্লী এই পাঁচ গ্রামের ১০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। এ ছাড়া কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য এই রাস্তা দিয়ে ট্রাকযোগে বাজারজাত করতে পারছে না। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. নাজমুল করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি মেরামতের প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের সঙ্গে নোয়াখালীর আওয়ামী লীগের আবদুল কাদের মির্জার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ওই ছবিতে কাদের মির্জার পাশে তাঁকে ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
০১ জানুয়ারি ১৯৭০রংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পাশের এলাকা থেকে লোকজন এসে এক দফায় ওই যুবকের বাড়ি মনে করে অন্য একজনের বাড়িতে ভাঙচুর চালান। আরেক দফায় হিন্দুপল্লিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে ১২টির মতো পরিবারের ঘরবাড়ি তছনছ করা হয়
৯ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
১৭ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আনীত অভিযোগের তদন্তের শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশ কন্ট্রোল রুম
১৯ মিনিট আগে