কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সকাল ৯টায় ১৯৮তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ঈদে জামাতের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। নারীদের জন্য সূর্যবালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল ৮টায় আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ও র্যাব জানিয়েছে, শোলাকিয়া ঈদগাহে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই।
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ‘সারা দেশ ও বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজের জন্য আসবেন। যাঁরা এক থেকে দুই দিন আগে আসেন, তাঁদের জন্য পৃথক স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থানগুলো হলো আজিমউদ্দিন উচ্চবিদ্যালয় ও বাগে জান্নাত নুরানি মাদ্রাসা। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য পর্যাপ্ত সুপেয় পানি ও অজুর পানির ব্যবস্থা রয়েছে। মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম ও মেডিকেল ক্যাম্প থাকবে, যাতে শারীরিক কোনো সমস্যা হলে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।’
আজ বুধবার (০৪ জুন) দুপুরে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেম উদ্দিন শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পরে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরও প্রস্তুতি বিষয়ে ব্রিফ করেন।
জেলা প্রশাসক ফৌজিয়া খান আরও জানান, ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেন চলবে। ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলবে এই ট্রেনগুলো। শোলাকিয়া এক্সপ্রেস-১ ভৈরব থেকে সকাল সাড়ে ৬টায় ছাড়বে এবং শোলাকিয়া এক্সপ্রেস-২ ময়মনসিংহ থেকে সকাল পৌনে ৬টায় ছেড়ে যাবে। উভয় ট্রেন কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় রওনা হবে।
ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেম উদ্দিন বলেন, ‘ঈদ জামাতকে কেন্দ্র করে শোলাকিয়ায় ঈদগাহসহ আশপাশের এলাকাকে সাতটি সেক্টরে বিভক্ত করে চারটি নিরাপত্তা বলয় করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও জেলা প্রশাসন যৌথভাবে কাজ করবে। নিরাপত্তাব্যবস্থায় ৫০টি মেটাল ডিটেক্টর, ৮টি আর্চওয়ে গেইট, ৬৪টি সিসি ক্যামেরা, ৮টি ড্রোন ক্যামেরা, ৪টি লাইভ ক্যামেরাসহ সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটি কন্ট্রোলরুমও স্থাপিত হয়েছে। মুসল্লিদের প্রতি অনুরোধ, শুধু জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করবেন।’
র্যাব-১৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, ‘সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। সড়ক ও মহাসড়কে মোবাইল টিম কাজ করবে। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের হয়রানি থেকে রক্ষা করতে র্যাব টহল দেবে। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্লাটফর্মে গুজব ও উস্কানিমূলক তথ্য ছড়াতে দেওয়া হবে না, এর জন্য আমাদের সাইবার মনিটরিং সেল কাজ করছে। ওয়াচ-টাওয়ারে স্বয়ংক্রিয় স্নাইপার রাইফেল থাকবে, যাতে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ করা যায়।’
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মাহমুদুল ইসলাম তালুদকদার, শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সকাল ৯টায় ১৯৮তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ঈদে জামাতের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। নারীদের জন্য সূর্যবালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল ৮টায় আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ও র্যাব জানিয়েছে, শোলাকিয়া ঈদগাহে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই।
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ‘সারা দেশ ও বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজের জন্য আসবেন। যাঁরা এক থেকে দুই দিন আগে আসেন, তাঁদের জন্য পৃথক স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থানগুলো হলো আজিমউদ্দিন উচ্চবিদ্যালয় ও বাগে জান্নাত নুরানি মাদ্রাসা। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য পর্যাপ্ত সুপেয় পানি ও অজুর পানির ব্যবস্থা রয়েছে। মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম ও মেডিকেল ক্যাম্প থাকবে, যাতে শারীরিক কোনো সমস্যা হলে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।’
আজ বুধবার (০৪ জুন) দুপুরে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেম উদ্দিন শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পরে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরও প্রস্তুতি বিষয়ে ব্রিফ করেন।
জেলা প্রশাসক ফৌজিয়া খান আরও জানান, ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেন চলবে। ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলবে এই ট্রেনগুলো। শোলাকিয়া এক্সপ্রেস-১ ভৈরব থেকে সকাল সাড়ে ৬টায় ছাড়বে এবং শোলাকিয়া এক্সপ্রেস-২ ময়মনসিংহ থেকে সকাল পৌনে ৬টায় ছেড়ে যাবে। উভয় ট্রেন কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় রওনা হবে।
ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেম উদ্দিন বলেন, ‘ঈদ জামাতকে কেন্দ্র করে শোলাকিয়ায় ঈদগাহসহ আশপাশের এলাকাকে সাতটি সেক্টরে বিভক্ত করে চারটি নিরাপত্তা বলয় করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও জেলা প্রশাসন যৌথভাবে কাজ করবে। নিরাপত্তাব্যবস্থায় ৫০টি মেটাল ডিটেক্টর, ৮টি আর্চওয়ে গেইট, ৬৪টি সিসি ক্যামেরা, ৮টি ড্রোন ক্যামেরা, ৪টি লাইভ ক্যামেরাসহ সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটি কন্ট্রোলরুমও স্থাপিত হয়েছে। মুসল্লিদের প্রতি অনুরোধ, শুধু জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করবেন।’
র্যাব-১৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, ‘সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। সড়ক ও মহাসড়কে মোবাইল টিম কাজ করবে। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের হয়রানি থেকে রক্ষা করতে র্যাব টহল দেবে। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্লাটফর্মে গুজব ও উস্কানিমূলক তথ্য ছড়াতে দেওয়া হবে না, এর জন্য আমাদের সাইবার মনিটরিং সেল কাজ করছে। ওয়াচ-টাওয়ারে স্বয়ংক্রিয় স্নাইপার রাইফেল থাকবে, যাতে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ করা যায়।’
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মাহমুদুল ইসলাম তালুদকদার, শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কাউকে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। কেবল স্কুলের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের গেট থেকে প্রবেশের এবং বের হওয়ার অনুমতি আছে। অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
৯ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলের গুরুত্বপূর্ণ মালামাল চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম।
১ ঘণ্টা আগেনওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৫)।
১ ঘণ্টা আগেউত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করবে ছয় সদস্যের এই কমিটি।
২ ঘণ্টা আগে