Ajker Patrika

গাবতলী বাস কাউন্টারে উত্তরাঞ্চলের টিকিট নেই, দক্ষিণের যাত্রী কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৬: ৩৭
গাবতলী বাস কাউন্টারে উত্তরাঞ্চলের টিকিট নেই, দক্ষিণের যাত্রী কম

সকাল থেকে পঞ্চগড়ে যাওয়ার উদ্দেশ্যে গাবতলী বাস টার্মিনালে বৃদ্ধা শাশুড়িকে নিয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন সুমনা পারভিন। উত্তরাঞ্চলের সব পরিবহনের কাউন্টারে টিকিট প্রায় শেষ। অনেক ঘুরে অবশেষে নির্ধারিত দামের থেকে বেশি টাকায় দুটি টিকিট সংগ্রহ করতে পেরেছেন তিনি। এরই উল্টো চিত্র দক্ষিণাঞ্চলের কাউন্টারগুলোতে। সেখানে নেই টিকিটের চাপ। তবে সব দিকের বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। 

আজ বুধবার সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গের বেশির ভাগ কাউন্টারে গিয়ে যাত্রীদের শুনতে হচ্ছে টিকিট শেষ। কিন্তু ভিন্ন রূপ দক্ষিণাঞ্চলের কাউন্টারগুলোতে। এই অঞ্চলের মানুষ এখন পদ্মা সেতু দিয়ে যাতায়াত করায় এসব কাউন্টারে নেই যাত্রীর চাপ। তাই বেশির ভাগ কাউন্টার স্টাফকে অলস সময় কাটাতে দেখা গেছে। তবে দুই অঞ্চলের কাউন্টারেই টিকিটের নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা রাখার অভিযোগ করেছেন যাত্রীরা। 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিদা ইসলাম জানান, টিকিটে ৬৫০ টাকা লেখা থাকলেও তার কাছে টিকিটের দাম নেওয়া হয়েছে ৭০০ টাকা। তানজিদা বলেন, ‘আমি জানতে চাইলাম বেশি কেন নিচ্ছেন? আমাকে বলল, ঈদের সময় এমনই হয়। কী আর বলব, বাসায় তো যাইতে হবে।’ 

হানিফ পরিবহনের কাউন্টার থেকে জানা গেছে, বুধবারের কোনো টিকিটই নেই তাদের কাছে। সব বিক্রি হয়ে গেছে। উত্তরাঞ্চলের পরিবহন রিজভী ট্রাভেলসের কাউন্টার মাস্টার কামরুজ্জামান বলেন, ‘এখন রাস্তায় জ্যাম নাই। আগামীকাল হাটগুলোতে গরু উঠবে। ট্রাকে ট্রাকে গরু আসবে। তখন জ্যাম হবে।’ 
 
এদিকে দক্ষিণাঞ্চলের বেশির ভাগ টিকিট কাউন্টার ঘুরে দেখা যায়, যাত্রীর চাপ সেখানে তুলনামূলক কম। দক্ষিণাঞ্চলের হানিফ এন্টারপ্রাইজের মোজাম্মেল হক বলেন, ‘যাত্রী ভাগাভাগি হয়ে গেছে পদ্মা সেতু হওয়ার কারণে। যাদের বাড়ি ওদিক থেকে কাছাকাছি হয়, তারা সবাই সায়দাবাদ কাউন্টার থেকে টিকিট করছেন ওই রুটের।’ 

অনেক যাত্রী শুধু পদ্মা সেতু দেখার জন্য রুট বদলেছে উল্লেখ করে এই কাউন্টার মাস্টার বলেন, ‘এমনও যাত্রী পেয়েছি, এসে জিজ্ঞাসা করছে পদ্মা সেতু দিয়ে বাস যাবে কি না!’ সেই সঙ্গে আগামীকাল থেকে বাস ছাড়তে কিছুটা দেরি হতে পারে বলে জানান দক্ষিণের বেশির ভাগ টিকিট বিক্রেতা। 

সাতক্ষীরার একজন যাত্রী বলেন, ‘পদ্মা সেতু দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়। কিন্তু সেখানে টিকিটের দাম অনেক। তাই গাবতলী থেকেই যাচ্ছি। যদিও এখানে ৭০০ টাকার টিকিট ৮০০ টাকা। তা-ও ওই দিকের তুলনায় কম।’ 

আজ থেকে গাবতলী বাস টার্মিনালে বসছে আন্তজেলা বাস টার্মিনাল ভিজিলেস টিম। এখানে দায়িত্বে থাকা বিআরটিএর উপপরিচালক সুব্রত দেবনাথ বলেন, ‘আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাস দেরিতে ছাড়ছে কি না, যাত্রীদের ভোগান্তিসহ সবকিছু। এখনো কোনো অভিযোগ আসেনি।' 

অভিযোগ এলে সে বিষয়ে মোবাইলকোর্টের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে সুব্রত দেবনাথ বলেন, ‘পদ্মা সেতুর একটা প্রভাব এখানে আছে। তুলনামূলক যাত্রী কিছুটা কম এই ঈদে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা নজরদারি করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত