মুন্সিগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (১৩জুন) রাত ১১টার দিকে সেতুর ২ নম্বর পিলারের পাশে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন রাকিব জমাদ্দার। তিনি খুলনা সদরের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তেলবোঝাই ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের মিলটন (২৫), খুলনার আয়শা সিদ্দিক (১০), শেখ আনিছুর জামান, মামুন, আজাদ গাজী, হাবিব শেখ ও আরিফুল শেখ।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, হতাহত সবাই ইমাদ পরিবহনের বাসের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে অধিকাংশই বাসের সামনের অংশে ছিলেন।
পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, জাজিরা থেকে মাওয়ার দিকে আসছিল তেলবোঝাই একটি ট্রাক। সেতুর ২ নম্বর পিলারের কাছে ট্রাকটি হঠাৎ বিকল হয়ে যায়। ঠিক তখনই দ্রুতগতির বাসটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। রাতেই দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সেতু থেকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার পর পদ্মা সেতুতে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।
পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (১৩জুন) রাত ১১টার দিকে সেতুর ২ নম্বর পিলারের পাশে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন রাকিব জমাদ্দার। তিনি খুলনা সদরের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তেলবোঝাই ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের মিলটন (২৫), খুলনার আয়শা সিদ্দিক (১০), শেখ আনিছুর জামান, মামুন, আজাদ গাজী, হাবিব শেখ ও আরিফুল শেখ।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, হতাহত সবাই ইমাদ পরিবহনের বাসের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে অধিকাংশই বাসের সামনের অংশে ছিলেন।
পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, জাজিরা থেকে মাওয়ার দিকে আসছিল তেলবোঝাই একটি ট্রাক। সেতুর ২ নম্বর পিলারের কাছে ট্রাকটি হঠাৎ বিকল হয়ে যায়। ঠিক তখনই দ্রুতগতির বাসটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। রাতেই দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সেতু থেকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার পর পদ্মা সেতুতে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।
সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষোভকারীরা জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এরপর মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. ফকরুল হাসানের গাড়ি আটকে দেয়। পরে তিনি হেঁটে নিজ কার্যালয়ে প্রবেশ করেন।
১২ মিনিট আগেসাপধরী উচ্চবিদ্যালয়টি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৯৮ জন শিক্ষার্থী এখানে পড়ালেখা করে। গত এক মাসে এই বিদ্যালয়ের সাতজন ছাত্রীর বিয়ে হয়ে গেছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির দুজন ছাত্রীর মধ্যে একজনের, সপ্তম শ্রেণির ১৫ জন ছাত্রীর মধ্যে তিনজনের, অষ্টম শ্রেণির ১২ জন ছাত্রীর ম
১ ঘণ্টা আগেরাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেবক্তব্যের একপর্যায়ে এম এ খালেক বলেন, ‘আমরা কখনো চাই না, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিএনপি হলো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বুঝে না, এরা নির্বাচন বুঝে না। এরা জনগণের মনের বাসনা বুঝে না, এরা বুঝে ক্ষমতা। তাদের ক্ষমতা দরকার। নির্বাচন-টির্বাচন, গণতন্ত্র এগুলোর ধার ধারে না।’
২ ঘণ্টা আগে