Ajker Patrika

নতুন জাতে আশা, পেঁয়াজ নিয়ে তিন বছরের রোডম্যাপ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: প্রতি বছরই একটি নির্দিষ্ট সময় অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। গত বছর অভ্যন্তরীণ সঙ্কটের কথা বলে ভারত হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দিলে দেশে পেঁয়াজের দাম কেজিতে ২০০ টাকা ছাড়িয়ে যায়। এ পরিস্থিতি এড়াতে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে সরকার। আজ মঙ্গলবার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক পেঁয়াজ নিয়ে অত্যন্ত আশাব্যঞ্জক একটি সংবাদ দিয়েছেন।

সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী জানান, পেঁয়াজের নতুন একটি জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা। যে পেঁয়াজ গ্রীষ্ম মৌসুমে চাষ করতে পারবেন কৃষকরা। যাতে করে পেঁয়াজ উৎপাদন আগের চেয়ে অনেক বেড়ে যাবে দেশে। এতো দিন শুধু শীতকালে পেঁয়াজ চাষ হয়ে আসছে বাংলাদেশে।

কতদিনে পেঁয়াজের সংকট কাটবে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'বারি পেঁয়াজ ৫' নামের নতুন জাতের এই পেঁয়াজ নিয়ে এখনো আমাদের গবেষণা চলছে। তবে আশা করছি, আগামী তিন বছরের মধ্যে এই পেঁয়াজে সাফল্য দেখবো আমরা। তখন উৎপাদন বাড়লে সমস্যা কেটে যাবে।

ভার্চ্যুয়াল এই মতবিনিময়ে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার তিন বছরের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। নতুন জাতের পেঁয়াজ উদ্ভাবন সেই পরিকল্পনার একটি অংশ। এছাড়া আরও কী কী উপায় পেঁয়াজের বাজার সারাবছর স্থিতিশীল রাখা যায় তা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত