কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। ঈদের আগে এবার সড়ক ও রেল পথে যাত্রীদের উপচে পরা ভিড় থাকলেও ব্যতিক্রম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীর অপেক্ষা করছে লঞ্চগুলো।
সোমবার সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালের পন্টুনে বাধা আছে দক্ষিণাঞ্চলগামী সারি সারি লঞ্চ, তবে যাত্রীর তেমন চাপ নেই। যাত্রীর চাপ না থাকায় লঞ্চ কর্মচারীদের তেমন হাক ডাকও নেই। এদিকে যাত্রী খড়া থাকায় নির্ধারিত সময়ে ছাড়ছে না লঞ্চ, এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
বরিশালগামী পারাবত-১২ লঞ্চের যাত্রী জয়নাল শিকদার আজকের পত্রিকাকে বলেন, দুপুর ১২টায় স্ত্রী সন্তানসহ লঞ্চে এসে বসে আছি, এখন বাজে বিকেল সাড়ে ৪টা। কিন্তু কখন লঞ্চ ছাড়বে জানি না। লঞ্চের দায়ত্বপ্রাপ্তরা বলেন, যাত্রী হলেই লঞ্চ ছাড়া হবে।
বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর কার্যালয়ের সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর ৫টা থেকে বেলা ৪টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে ৩৫টি লঞ্চ। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে সদরঘাট টার্মিনালে এসেছে ৫৭টি লঞ্চ।
এমভি ফারহান লঞ্চের কর্মচারী আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আগে এই সময়টাতে লঞ্চ ঘাটে ভিড়তে দেরি, যাত্রী ভরতে দেরি হইতো না। আর এখন লঞ্চ পন্টুনে ঘণ্টার পর ঘণ্টা পরে আছে যাত্রীর খবর নাই। তা ছাড়া এই সময়টাতে যাত্রীদের জন্য কেবিনের টিকিট ছিল সোনার হরিণ, আর এখন ঘাটে আসলেই মিলছে কেবিন।’
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার ঢাকা নদী বন্দরের আহ্বায়ক মামুন আল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বছর আমরা লোকসান দিয়ে ঈদের অপেক্ষায় বসে থাকি। গত রোজার ঈদেও আমাদের ব্যাপক লোকসান হয়েছে। এবছর এখনো যাত্রী চাপ দেখা যাচ্ছে না। পদ্মা সেতু হওয়ার পর থেকে আমরা যাত্রী খরায় আছি।’
সদরঘাট টার্মিনালের নৌ-পুলিশের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. হাবিব আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ৩৫টি লঞ্চ ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চেই আমরা যাত্রী হিসেব করে লঞ্চ ছাড়ার অনুমতি দিয়েছি। কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। তা ছাড়া এবছর তেমন যাত্রী চাপও নেই।’
আজ সোমবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ব্যবস্থাপনা পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এসময় তিনি বলেন, যাত্রী চাপ এখনো পুরোমাত্রায় শুরু হয়নি। পদ্মা সেতু হওয়ার কারণে এখানে চাপ কিছুটা কমেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় এখানে নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নৌরুটেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য নৌপুলিশ সার্বক্ষণিক পাশে রয়েছে।
পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। ঈদের আগে এবার সড়ক ও রেল পথে যাত্রীদের উপচে পরা ভিড় থাকলেও ব্যতিক্রম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীর অপেক্ষা করছে লঞ্চগুলো।
সোমবার সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালের পন্টুনে বাধা আছে দক্ষিণাঞ্চলগামী সারি সারি লঞ্চ, তবে যাত্রীর তেমন চাপ নেই। যাত্রীর চাপ না থাকায় লঞ্চ কর্মচারীদের তেমন হাক ডাকও নেই। এদিকে যাত্রী খড়া থাকায় নির্ধারিত সময়ে ছাড়ছে না লঞ্চ, এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
বরিশালগামী পারাবত-১২ লঞ্চের যাত্রী জয়নাল শিকদার আজকের পত্রিকাকে বলেন, দুপুর ১২টায় স্ত্রী সন্তানসহ লঞ্চে এসে বসে আছি, এখন বাজে বিকেল সাড়ে ৪টা। কিন্তু কখন লঞ্চ ছাড়বে জানি না। লঞ্চের দায়ত্বপ্রাপ্তরা বলেন, যাত্রী হলেই লঞ্চ ছাড়া হবে।
বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর কার্যালয়ের সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর ৫টা থেকে বেলা ৪টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে ৩৫টি লঞ্চ। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে সদরঘাট টার্মিনালে এসেছে ৫৭টি লঞ্চ।
এমভি ফারহান লঞ্চের কর্মচারী আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আগে এই সময়টাতে লঞ্চ ঘাটে ভিড়তে দেরি, যাত্রী ভরতে দেরি হইতো না। আর এখন লঞ্চ পন্টুনে ঘণ্টার পর ঘণ্টা পরে আছে যাত্রীর খবর নাই। তা ছাড়া এই সময়টাতে যাত্রীদের জন্য কেবিনের টিকিট ছিল সোনার হরিণ, আর এখন ঘাটে আসলেই মিলছে কেবিন।’
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার ঢাকা নদী বন্দরের আহ্বায়ক মামুন আল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বছর আমরা লোকসান দিয়ে ঈদের অপেক্ষায় বসে থাকি। গত রোজার ঈদেও আমাদের ব্যাপক লোকসান হয়েছে। এবছর এখনো যাত্রী চাপ দেখা যাচ্ছে না। পদ্মা সেতু হওয়ার পর থেকে আমরা যাত্রী খরায় আছি।’
সদরঘাট টার্মিনালের নৌ-পুলিশের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. হাবিব আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ৩৫টি লঞ্চ ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চেই আমরা যাত্রী হিসেব করে লঞ্চ ছাড়ার অনুমতি দিয়েছি। কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। তা ছাড়া এবছর তেমন যাত্রী চাপও নেই।’
আজ সোমবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ব্যবস্থাপনা পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এসময় তিনি বলেন, যাত্রী চাপ এখনো পুরোমাত্রায় শুরু হয়নি। পদ্মা সেতু হওয়ার কারণে এখানে চাপ কিছুটা কমেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় এখানে নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নৌরুটেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য নৌপুলিশ সার্বক্ষণিক পাশে রয়েছে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে