ঈদের ছুটিতে স্বাস্থ্য সেবা স্বাভাবিক রাখতে সরকারি হাসপাতালে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি বিভাগের পাশাপাশি লেবার রুম, ইমার্জেন্সি ওটি সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, ছুটি শুরু আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী মজুত ও সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। আন্তবিভাগে ইউনিট প্রধানগণ প্রতিদিন তদারকি করবেন। মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব, এক-রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এ ক্ষেত্রে স্টোর কিপার অথবা দায়িত্বপ্রাপ্ত স্টাফ নিজ জেলা বা উপজেলায় অবস্থান করবেন।
হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা চালু রাখতে হবে। হাসপাতালের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে আগেই জানাতে হবে। প্রতিষ্ঠান প্রধান ছুটি নিলে নিয়মানুযায়ী অবশ্যই কাউকে দায়িত্ব দিতে হবে। তার নাম ও মোবাইল নম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
এ ছাড়া ছুটিতে থাকাবস্থায় প্রতিষ্ঠান প্রধানকে সেবা প্রদানকারী কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এমনকি ঈদের দিন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করবেন এবং রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া ছুটিকালীন কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা কার্যক্রম ও জনস্বার্থ ঈদের আগে ও পরে ছুটি মঞ্জুর করতে হবে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ঈদুল-উল-ফিতর, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটির কারণে দীর্ঘ ছুটি হতে পারে। এই সময়ে দেশের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে ছুটিকালীন সময়ে দেশের মানুষের স্বাস্থ্য সেবা কিছুতেই ব্যাহত না হয়।
ঈদের ছুটিতে স্বাস্থ্য সেবা স্বাভাবিক রাখতে সরকারি হাসপাতালে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি বিভাগের পাশাপাশি লেবার রুম, ইমার্জেন্সি ওটি সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, ছুটি শুরু আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী মজুত ও সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। আন্তবিভাগে ইউনিট প্রধানগণ প্রতিদিন তদারকি করবেন। মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব, এক-রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এ ক্ষেত্রে স্টোর কিপার অথবা দায়িত্বপ্রাপ্ত স্টাফ নিজ জেলা বা উপজেলায় অবস্থান করবেন।
হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা চালু রাখতে হবে। হাসপাতালের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে আগেই জানাতে হবে। প্রতিষ্ঠান প্রধান ছুটি নিলে নিয়মানুযায়ী অবশ্যই কাউকে দায়িত্ব দিতে হবে। তার নাম ও মোবাইল নম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
এ ছাড়া ছুটিতে থাকাবস্থায় প্রতিষ্ঠান প্রধানকে সেবা প্রদানকারী কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এমনকি ঈদের দিন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করবেন এবং রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া ছুটিকালীন কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা কার্যক্রম ও জনস্বার্থ ঈদের আগে ও পরে ছুটি মঞ্জুর করতে হবে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ঈদুল-উল-ফিতর, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটির কারণে দীর্ঘ ছুটি হতে পারে। এই সময়ে দেশের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে ছুটিকালীন সময়ে দেশের মানুষের স্বাস্থ্য সেবা কিছুতেই ব্যাহত না হয়।
নগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ, মানুষের মুখাবয়ব চেনার স
১ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৪ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৪ ঘণ্টা আগে