Ajker Patrika

অস্ত্র ব্যবসায়ী সেই ছাত্রলীগ নেতা 'আকুল' বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীতে অস্ত্রের চালানসহ গ্রেপ্তার হওয়া যশোরের শার্শা উপজেলার সেই ছাত্রলীগ নেতা আকুল হোসাইনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মো. আকুল হোসাইনকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, শার্শা উপজেলা শাখা, যশোর) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল। 

এদিকে গত বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ভারত থেকে আনা অস্ত্র বিক্রির একটি নেটওয়ার্কের মূল হোতা আকুল হোসাইনসহ ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পরিচয় মেলে আকুল যশোরের শার্শা উপজেলার ছাত্রলীগ নেতা। ২০১৪ সাল থেকে তিনি অস্ত্র ব্যবসা করেন। গত ছয় বছরে ২০০ টির বেশি অস্ত্র বিক্রি করেছেন তিনি। পুলিশ বলছে, রাজধানী ঢাকা, সীমান্তবর্তী যশোর, সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সক্রিয় রয়েছেন এই চক্রের অর্ধশতাধিক সদস্য। 

সীমান্ত দিয়ে পার হওয়া ২০০ অস্ত্রের তদন্ত নেমে শুরুতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, গত এপ্রিলে রাজধানীর ভাষানটেকে মুছা ওরফে চিকনা জামাল নামের এক ঠিকাদারকে গুলি করার হয়। ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র আকুলের দেওয়া। এমন আরও কয়েকটি ঘটনার বিষয়ে তাঁরা তথ্য পেয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত