Ajker Patrika

৯৪ বছর বয়সী মাকে নিয়ে ভোট দিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৬: ২০
Thumbnail image

টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ধনবাড়ী উপজেলায় তাঁর নিজ গ্রাম মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। সকাল ১০টায় তাঁর ৯৪ বছর বয়সী মা রেজিয়া বেগম ও সহধর্মিণী শিরিনা আক্তার বানুসহ পরিবারের সদস্যদের নিয়ে  ভোট দিয়েছেন তিনি।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি হবে। শীতের সকালে ভোটারদের উপস্থিতিতে আমি সন্তুষ্ট। তাঁরা আমাকে ভোট দিয়ে পঞ্চমবারের মতো মধুপুর ও ধনবাড়ীবাসী তথা দেশের উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন।’

ভোট দিচ্ছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি: আজকের পত্রিকাকৃষিমন্ত্রী সাড়ে ৯টায় পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়ির পাশে মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন। ৯৪ বছর বয়সী মাকে হাতে ধরে নিয়ে আসেন ভোটকেন্দ্রে। সকাল ১০টার দিকে তাঁর মা নিচতলায় ও কৃষিমন্ত্রী দ্বিতীয় তলায় ভোট দেন।

কৃষিমন্ত্রী ৯৪ বছর বয়সী মা ও পরিবারের সদস্যদের নিয়ে মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। ছবি: আজকের পত্রিকাপরে কৃষিমন্ত্রী টাঙ্গাইল-১ আসনের মধুপুর-ধনবাড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।ভোট দিচ্ছেন কৃষিমন্ত্রীর মা রেজিয়া বেগম। ছবি: আজকের পত্রিকা 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত