Ajker Patrika

লকডাউনে বন্ধ হয়ে গেল সাটুরিয়ার পশুর হাট

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
লকডাউনে বন্ধ হয়ে গেল সাটুরিয়ার পশুর হাট

করোনা সংক্রমণ রোধে সারা দেশে লকডাউন চলছে। লকডাউনের কারণে মানিকগঞ্জের সাটুরিয়ার ঐতিহ্যবাহী হরগজের পশুর হাট বন্ধ ঘোষণা করেছে হাট কমিটি। হাট বন্ধ করার জন্য মাইকিং করার ঘণ্টা খানিকের মধ্যে হাট বন্ধ হয়ে যায়। 

হরগজ হাট কমিটির সদস্যসচিব ও হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান বলেন, সংক্রমণের ঝুঁকি কমাতে সারা দেশে সরকার ঘোষিত লকডাউন চলছে আর এই লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে আজ রোববার হাট বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নিদর্শনা না পাওয়া পর্যন্ত গরুর হাট বন্ধ থাকবে। 

হরগজের গরুর হাটে গরু নিয়ে আসা আফতাব ও সায়েদ আলী বলেন, গরু বেচা কেনা করে যা লাভ হয় তা দিয়েই সংসার চলে। গরু বিক্রি করতে না পারায় অনেক আর্থিক ক্ষতি হবে। 

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লকডাউন বাস্তবায়নের জন্য নিরলস ভাবে মাঠে কাজ করছে প্রশাসন। এরই মধ্যে লকডাউন অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে গতকাল শনিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে সবাইকে ঘরে থাকার ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত