কিশোরগঞ্জ ও অষ্টগ্রাম প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা হাওরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনার একদিন পর নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের হাওর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও তাঁর ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫)।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে একটি ট্রলারে পাঁচজন গাছের ডালপালা নিয়ে ইটনা উপজেলার দিকে রওনা দেন। পথে ঝড়ের কবলে পড়ে ইটনা হাওরের মাঝামাঝি জায়গায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে দুজন সাঁতরে উঠতে পারলেও ট্রলারে থাকা অন্য তিনজন নৌকাসহ পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। পরে রাত পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি। আজ পুনরায় উদ্ধার অভিযান চালালে তাদের মৃতদেহ পাওয়া যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সোমবার তাড়াইল উপজেলার দাহিমা ইউনিয়ন থেকে ইটনা সদর উপজেলায় যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে দুজন সাঁতার কেটে প্রাণে বেঁচে যান। তবে, নিখোঁজ থাকেন অন্য তিনজন। আজ মঙ্গলবার সকাল থেকে ইটনা ফায়ার সার্ভিস ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে সকাল সাড়ে ৯টায় পানিতে তলিয়ে যাওয়া নৌকার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ইটনা ফায়ার সার্ভিস স্টেশন সহকারী কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, আজ সকালে অভিযান চালিয়ে হাওরে তলিয়ে থাকা নৌকা থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জের ইটনা হাওরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনার একদিন পর নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের হাওর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও তাঁর ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫)।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে একটি ট্রলারে পাঁচজন গাছের ডালপালা নিয়ে ইটনা উপজেলার দিকে রওনা দেন। পথে ঝড়ের কবলে পড়ে ইটনা হাওরের মাঝামাঝি জায়গায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে দুজন সাঁতরে উঠতে পারলেও ট্রলারে থাকা অন্য তিনজন নৌকাসহ পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। পরে রাত পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি। আজ পুনরায় উদ্ধার অভিযান চালালে তাদের মৃতদেহ পাওয়া যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সোমবার তাড়াইল উপজেলার দাহিমা ইউনিয়ন থেকে ইটনা সদর উপজেলায় যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে দুজন সাঁতার কেটে প্রাণে বেঁচে যান। তবে, নিখোঁজ থাকেন অন্য তিনজন। আজ মঙ্গলবার সকাল থেকে ইটনা ফায়ার সার্ভিস ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে সকাল সাড়ে ৯টায় পানিতে তলিয়ে যাওয়া নৌকার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ইটনা ফায়ার সার্ভিস স্টেশন সহকারী কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, আজ সকালে অভিযান চালিয়ে হাওরে তলিয়ে থাকা নৌকা থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
৭ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
২০ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, চরলক্ষ্যা নিমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২) এবং শিকলবাহা ইউনিয়নের...
৩৩ মিনিট আগে