Ajker Patrika

ভূঞাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ভূঞাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২ 

টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলীয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিহাতী উপজেলার জাবরাজান গ্রামের শিশির (২০) ও ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের আনতাজ আলী (৬৫)। 

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু পূর্ব থানার এএসআই পলাশ। তিনি আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং মরদেহ হাসপাতালে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুইজন যুবক একই মোটরসাইকেল করে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি চিতুলীয়াপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারী আনতাজ আলীর সঙ্গে এবং পরে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শুভ নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী ও পথচারীকে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথচারী আনতাজ আলীর মৃত্যু হয়। অপর মোটরসাইকেল আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত