Ajker Patrika

কক্সবাজার থেকে ঢাকায় এসে ছিনতাই করে নিয়ে যায় তাঁরা: পুলিশ

কক্সবাজার থেকে ঢাকায় এসে ছিনতাই করে নিয়ে যায় তাঁরা: পুলিশ

রাজধানীর ডেমরায় থেকে ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের ছয়টি মোবাইল ফোন, দুটি চাকু, একটি ব্লেড, একটি ঝাণ্ডুবাম মলম ও ৫০ গ্রাম মরিচের গুঁড়া জব্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব হাজীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের চকরিয়া থানার মধ্যম কোনাখালী ছরাপাড়া এলাকার মৃত নুরুল আফসারের ছেলে মো. বাপ্পারাজ বাপ্পী ওরফে বাপ্পী (২২), একই এলাকার মৃত আকতার আহাম্মদের ছেলে রাশেদ আহাম্মদ (২২) ও একই এলাকার লম্বাখালি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. পারভেজ (২৮)। 

এ দিকে এ ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) অংকন সরকার। এ বিষয়ে বুধবার রাতেই ডেমরা থানায় অজ্ঞাত পলাতকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা সকলেই কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে ঢাকায় এসে অস্থায়ীভাবে মেস ভাড়া করে থাকে। পরে তারা ছিনতাই করে অর্জিত স্বর্ণালংকার, দামি মোবাইল, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে কক্সবাজার চলে যায়। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনগুলো ছিনতাইয়ের বলেও জানিয়েছে তারা।’ 

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। এক নম্বর আসমি মো. বাপ্পারাজ ওরফে বাপ্পীর বিরুদ্ধে চট্টগ্রামের চকরিয়া ও ঢাকার বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। ২ নম্বর আসামি মো. পারভেজের বিরুদ্ধে চট্টগ্রামের চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতনসহ ঢাকার মুগদা থানায় একটি মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত