Ajker Patrika

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী রাজ্জাক-প্রতিমন্ত্রী টিটুসহ আ.লীগের ৫৬ নেতার বিরুদ্ধে হত্যা মামলা

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২১: ৪১
টাঙ্গাইলে সাবেক মন্ত্রী রাজ্জাক-প্রতিমন্ত্রী টিটুসহ আ.লীগের ৫৬ নেতার বিরুদ্ধে হত্যা মামলা

টাঙ্গাইলে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহতের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, আট সাবেক এমপিসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার নিহত শিক্ষার্থীর মা মোছা. মোর্শেদা বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত স্কুলশিক্ষার্থী মারুফের মা বাদী হয়ে সাবেক মন্ত্রী–এমপিসহ ৫৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’ 

এজাহার সূত্রে জানা যায়, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর টাঙ্গাইল শহরে মিছিল বের করা হয়। ওই মিছিলে শাহীন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ মিয়া অংশগ্রহণ করে। মিছিলটি শহরের মদের মোড় এলাকায় গেলে আসামিরা বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করে ছত্রভঙ্গ করে। 

 এ সময় স্কুলশিক্ষার্থী মারুফ প্রাণ বাঁচাতে শহরের সিটি ব্যাংকের দ্বিতীয় তলায় গিয়ে আশ্রয় নিলে সেখান গিয়ে গুলি করলে সে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মামলার আসামিরা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল ইসলাম আলমগীর, সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, তাঁর ভাই শহর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সাবেক এমপি হাসান ইমান খান সোহেল হাজারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন। 

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, সাবেক সংসদ সদস্য খান আহম্মেদ শুভ, পৌর কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদ, সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি আনন্দ মোহন দে, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাইম বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত