Ajker Patrika

বিয়ের নামে প্রতারণার অভিযোগে স্কুল শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিয়ের নামে প্রতারণার অভিযোগে স্কুল শিক্ষক কারাগারে

বিয়ের নামে প্রতারণা করে একজন নারীর সঙ্গে অনৈতিক বসবাস করার অভিযোগে দায়ের করা মামলায় মানিকগঞ্জের সিংগাইর পাইলট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক আশরাফ হোসাইনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ কামরুন্নাহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সকালে আশরাফ হোসাইন তাঁর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে হাজতি পরোয়ানাসহ কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এই নারীর (গার্মেন্টস কর্মী) দায়ের করা মামলায় গত মার্চ মাসের প্রথমদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এই স্কুলশিক্ষকের বিরুদ্ধে। পরে ৯ মার্চ তিনি একই আদালতে আত্মসমর্পণ করেন। ওই দিন বাদীপক্ষ আদালতে হাজির হলে আশরাফ হোসাইন আত্মসমর্পণ না করে চলে যান। গত ১৫ মার্চ হাইকোর্টে আগাম জামিন চাইলে হাইকোর্ট চার সপ্তাহের আগাম জামিন। একই সঙ্গে ১১ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের আদেশ অনুযায়ী সোমবার আদালতে আত্মসমর্পণ করলে বাদী হাজির হয়ে তার আইনজীবীর মাধ্যমে আপত্তি জানান।

ঘটনার বিবরণে জানা যায়, আশরাফ হোসেনের সঙ্গে বাদী গার্মেন্টসকর্মীর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় পরিচয় হয়। একসময় সুসম্পর্ক হয়। ২০১৯ সালে ওই স্কুলশিক্ষক হলফনামার সম্পাদনের মাধ্যমে বাদীকে বিয়ে করেন। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী কাজী অফিসে নিবন্ধন না করে দুই বছর ঘর-সংসার করেন। স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেন। এক সময় কাবিননামা না থাকার সুযোগ মেয়ে আশরাফ হোসাইন অন্যত্র বিয়ে করে বাদীকে অস্বীকার করেন।

পরে বাদী আদালতে মামলা দায়ের করলে আদালত পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআই তদন্তের নির্দেশ দেন। সিবিআই তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামি প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কাবিন নিবন্ধন না করে দন্ডবিধির ৪৯৩ ( প্রতারণামূলকভাবে আইনসম্মত বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে স্বামী স্ত্রী রূপে সহবাস করা) ধারায় অপরাধ করেছেন বলে প্রাথমিক ভাবে প্রমাণ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত