Ajker Patrika

পঞ্চম ছাগল চুরির চেষ্টাই তাঁদের কাল হলো! 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৪: ৩০
পঞ্চম ছাগল চুরির চেষ্টাই তাঁদের কাল হলো! 

চারটি বড় বড় ছাগল চুরি করে সিএনজি চালিত অটোরিকশা যোগে সাগরদিঘি থেকে ঘাটাইলের দিকে ফিরছিলেন তাঁরা। বনের মধ্যে পথের ধারে আরেকটি ছাগল দেখে সেটিও চুরি করার চেষ্টা করলেন। এই পঞ্চম ছাগল চুরি করতে গিয়েই স্থানীয়দের কাছে ধরা পড়েছেন ছাগল চোরেরা। 

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গুইয়াগম্ভীর এলাকায় এই ঘটনা ঘটেছে। 

ইউপি চেয়ারম্যানের দেওয়া তথ্য মতে, স্থানীয়রা এক মহিলাসহ ৪ ছাগল চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত ছাগল চোররা হল সিরাজগঞ্জ জেলা সদরের সায়েদাবাদ গ্রামের ছবেদ আলীর ছেলে জয়নাল আবেদীন (৫৫), মতি মিয়ার ছেলে আবুল কালাম (৩৮) ছবদের আলীর ছেলে শাহাদত হোসেন (৪০) এবং পাইকশা গ্রামের আ. লতিফের মেয়ে রুপা খাতুন (২৫)। তাঁরা পরস্পরের আত্মীয়। 

সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও এলাকাবাসী জানায়, গুইয়াগম্ভীর গ্রামের মিনহাজ মিয়া এক অপরিচিত ব্যক্তিকে মুখ বাঁধা একটি ছাগল সিএনজি চালিত অটোরিকশায় তুলতে দেখেন। এ সময় মিনহাজ ওই ব্যক্তিকে ছাগলের বিষয়ে জানতে চাইলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। আশপাশের লোকজনের সহায়তায় সে ওই ব্যক্তিসহ সিএনজিতে থাকা আরও তিন ব্যক্তিকে আটক করে। সিএনজিতে আরও চারটি ছাগল ছিল। আটককৃত ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে ছাগলগুলো চুরি করে নিয়ে এসেছে বলে স্বীকার করেন। 

ঘাটাইল থানার এসআই মাহফুজুর রহমান বলেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত