Ajker Patrika

বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ 

গাজীপুর প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ 

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় দুই ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

আজ শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 

আন্দোলনকারী শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কারখানায় প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে শ্রমিকদের ৮০ থেকে ৮২ কোটি টাকা বেতন দিতে হয়। গত সপ্তাহে ২৭ কোটি টাকা বেতন দিয়েছে কর্তৃপক্ষ। 

সে সময় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন পান। তবে এখনো সেপ্টেম্বর মাসের বেতন পাননি অনেক শ্রমিক। এ কারণে তাঁরা বেতনের জন্য বিক্ষোভ করে আসছেন। 

এর পরিপ্রেক্ষিতে বকেয়া বেতনের দাবিতে আজ শনিবারও কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে তারা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, মাসের ১৯ দিন চলে গেলেও এখন পর্যন্ত আমরা বেতন পাইনি। আমরা ঘরভাড়া, দোকান বাকি পরিশোধ করতে পারছি না। গত মাসেও আন্দোলন করে বেতন নিতে হয়েছে। বাজারের ঊর্ধ্বগতির সময়ে দেরিতে বেতন পেলে সংসারের নানা সমস্যা হয়। 

গাজীপুর শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকদের মধ্যে পাওনা বেতনের মধ্যে ২৭ কোটি টাকার মতো বেতন দেওয়া হয়েছে। অবশিষ্ট বকেয়া বেতনের টাকা দ্রুত পরিশোধ করার জন্য মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক আন্দোলনের কারণে শনিবার কিছু সময়ের জন্য চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার আর কোনো কারখানায় কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত