Ajker Patrika

ইজিবাইক থেকে পড়ে ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৯: ৪০
ইজিবাইক থেকে পড়ে ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মারুফ হাসান (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ ওই ওয়ার্ডের ধনকুণ্ডা এলাকার দ্বীন মোহাম্মদ ভেন্ডারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকা থেকে ইজিবাইকে করে চাষাড়ার দিকে যাচ্ছিলেন মারুফ। এ সময় ইজিবাইকটি জেলেপাড়া পুল এলাকায় পৌঁছালে ইজিবাইক থেকে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে শহরের খানপুর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে ঘটনার পর এলাকাবাসী ট্রাকচালক নূর হোসেনক (২৩) আটক করে মারুফের সঙ্গে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতাল থেকে চালক নূর হোসেন পালিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ইজিবাইক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত