নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টি (নতুন জাপা) পুনর্গঠনে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে বিদিশাকে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই নতুন জোট করার পরিকল্পনার কথা জানালেন বিদিশা।
আজ নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী নিজেকে জাপা পুনর্গঠন প্রক্রিয়ার মুখপাত্র দাবি করে বিদিশাকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইকবাল সিদ্দিকী বলেন, ‘জাপা পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান রওশন এরশাদ মারাত্মক অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে আছেন। তিনি কথাও বলতে পারছেন না। প্রতিদিন নেতা–কর্মীরা আমাদের কাছে আসছেন। তাঁরা সারা দেশে কমিটি চাচ্ছেন। জাপার পুনর্গঠন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালানো জরুরি হয়ে পড়েছে। তাঁদের চাহিদা অনুযায়ী আমি বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করছি।’
দায়িত্ব পেয়ে বিদিশা সাংবাদিকদের বলেন, আমার ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজ থেকে সবাইকে নিয়ে আমার পথ চলা শুরু হবে। নতুন জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়ে বিদিশা বলেন, দেশ গড়ার লক্ষ্যে আগামী দিনে কাজ করতে চাই। স্বাধীনতার পক্ষের ছোট-বড় সব দলকে এক জায়গায় এনে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম করতে চাই। সকল বিরোধী দল নিয়ে একটি গণতান্ত্রিক জোট করতে চাই।
বিদিশা আরও বলেন, এরশাদের মৃত্যুর পরে নেতা–কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। তাঁদের আবার পুনরুদ্ধার করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এরই মধ্যে আমি সিলেট, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া ঘুরে এসেছি। সবখানে আমরা সাড়া পেয়েছি। সবাই নতুন কমিটি চাচ্ছে।
গত ১৪ জুলাই এরশাদ পুত্র এরিক এরশাদ জাপার নতুন কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে রওশন এরশাদকে চেয়ারম্যান ও বিদিশাকে সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়। যদিও পরবর্তীতে জাপা চেয়ারম্যান জি এম কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রওশন এরশাদ জাপার চেয়ারম্যান হতে চান না।
সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পুত্র এরিককে নিয়ে অসুস্থ রওশন এরশাদকে দেখতে যান বিদিশা। এ খবর দিয়ে বিদিশা জানান, রওশনকে কথা দিয়েছেন, এরশাদের মত দল পরিচালনা করবেন। অসুস্থতার কারণে রওশন তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। তবে তাঁকে দেখে কেঁদেছেন বলে জানান বিদিশা।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টি (নতুন জাপা) পুনর্গঠনে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে বিদিশাকে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই নতুন জোট করার পরিকল্পনার কথা জানালেন বিদিশা।
আজ নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী নিজেকে জাপা পুনর্গঠন প্রক্রিয়ার মুখপাত্র দাবি করে বিদিশাকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইকবাল সিদ্দিকী বলেন, ‘জাপা পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান রওশন এরশাদ মারাত্মক অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে আছেন। তিনি কথাও বলতে পারছেন না। প্রতিদিন নেতা–কর্মীরা আমাদের কাছে আসছেন। তাঁরা সারা দেশে কমিটি চাচ্ছেন। জাপার পুনর্গঠন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালানো জরুরি হয়ে পড়েছে। তাঁদের চাহিদা অনুযায়ী আমি বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করছি।’
দায়িত্ব পেয়ে বিদিশা সাংবাদিকদের বলেন, আমার ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজ থেকে সবাইকে নিয়ে আমার পথ চলা শুরু হবে। নতুন জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়ে বিদিশা বলেন, দেশ গড়ার লক্ষ্যে আগামী দিনে কাজ করতে চাই। স্বাধীনতার পক্ষের ছোট-বড় সব দলকে এক জায়গায় এনে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম করতে চাই। সকল বিরোধী দল নিয়ে একটি গণতান্ত্রিক জোট করতে চাই।
বিদিশা আরও বলেন, এরশাদের মৃত্যুর পরে নেতা–কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। তাঁদের আবার পুনরুদ্ধার করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এরই মধ্যে আমি সিলেট, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া ঘুরে এসেছি। সবখানে আমরা সাড়া পেয়েছি। সবাই নতুন কমিটি চাচ্ছে।
গত ১৪ জুলাই এরশাদ পুত্র এরিক এরশাদ জাপার নতুন কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে রওশন এরশাদকে চেয়ারম্যান ও বিদিশাকে সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়। যদিও পরবর্তীতে জাপা চেয়ারম্যান জি এম কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রওশন এরশাদ জাপার চেয়ারম্যান হতে চান না।
সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পুত্র এরিককে নিয়ে অসুস্থ রওশন এরশাদকে দেখতে যান বিদিশা। এ খবর দিয়ে বিদিশা জানান, রওশনকে কথা দিয়েছেন, এরশাদের মত দল পরিচালনা করবেন। অসুস্থতার কারণে রওশন তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। তবে তাঁকে দেখে কেঁদেছেন বলে জানান বিদিশা।
হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
৬ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
১৩ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পরে পার্সিয়ান প্রজাতির সেই পোষা বিড়ালটি ফিরে পেয়েছেন মালিক মো. সানাউল্লাহ। আজ রোববার সকাল ৯টার দিকে বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যক্তি। মা বিড়াল পেয়ে মহাখুশি ছানাগুলো, মালিক ও প্রতিবেশীরা। মা বিড়াল হারিয়ে যাওয়ার খবর শুনে ওই বাড়িতে বিড়ালছানাগ
১৮ মিনিট আগে